এই ছবি নিয়ে গত বছর বিতর্ক কম হয়নি। ছবি, ভিডিও দুটোই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, এক কাশ্মীরী যুবককে সেনার জিপের সামনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে পাথরবাজরা সেনার গাড়িতে পাথর না ছুঁড়তে পারে।
2/5
ফারুক আহমেদ দার।
3/5
4/5
টি শার্ট নিয়ে টুইটারে শুরু হয়েছে হইচই। ম্যাক্সেস নামে একজন বলেছেন, এক ভারতীয় সংস্থা এমন টি শার্ট বেচছে যাতে ফারুক আহমেদ দার নামে একজনকে সেনা জিপের সামনে বেঁধে মানবঢাল বানিয়ে কাশ্মীরের রাস্তায় ঘোরানোর ছবি রয়েছে। সেই ছবি ব্যবহার করে বিক্রি করা হচ্ছে টি শার্ট।
5/5
দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দর বাগ্গার সংস্থার তৈরি টি শার্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই টি শার্টে ব্যবহার করা হয়েছে কাশ্মীরে সেনা জিপের সামনে মানবঢালের ছবি।