শেষে দর্শকদের জন্য সানির সঙ্গে একই ফ্রেমে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি।
2/9
তারপর অবশ্য ফিরে আসেন ও হেসেও ফেলেন। সানির মুখে তখন জয়ের খুশি।
3/9
ড্যানিয়েল বোঝেন, বোকা বানানো হয়েছে তাঁকে। প্রথমে তিনি রাগ করে চলে যান রান্নাঘর থেকে।
4/9
আর তখনই ক্যামেরার দিকে তাকিয়ে প্রচন্ড হেসে ফেলেন সানি।
5/9
সেইমতো হাতে ছুরি নিয়ে চিৎকার করে উঠলেন সানি। ড্যানিয়েল ছুটে এলে তাঁকে বললেন তিনি আঙুল কেটে ফেলেছেন নিজের। ড্যানিয়েল দেখে ভয় পেয়ে চিকিৎসককে ফোন করার জন্য ছোটেন।
6/9
তারপর পুরো হাতে আর টেবিলে ঢেলে নিলেন টম্যাটো কেচাপ। দর্শকদের বললেন, তিনি অভিনয় করবেন যেন তিনি সবজি কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলেছেন।
7/9
নিজের অর্ধেক আঙুলের মাপে কেটে নিলেন একটি চিজের অংশ। আঙুল ভাঁজ করে বাকি আঙুলের আগে সেটা লাগালে যেন মনে হয় বাকি আঙুল।
8/9
প্ল্যানমাফিক রান্নাঘরে ক্যামেরা ফিট করলেন সানি। কিছুই জানলেন না ড্যানিয়েল।
9/9
লকডাউনে ঘরবন্দি গোটা বলিউড। বাড়িতে বসেই কখনও রান্না, কখনও বই পড়া বা নতুন কিছু শিখে সময় কাটাচ্ছেন তারকারা। এরই মধ্যে সানি লিওন বার করলেন লকডাউনে মজা করার এক অভিনব পন্থা। স্বামী ড্যানিয়েলের সঙ্গে মজা করবেন বলে ঠিক করলেন তিনি।