সুপার মুন সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে ১৪ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। ফলে বলা বাহুল্য, এই চাঁদই এ বছরের বৃহ্ত্তম চাঁদ।
2/6
এ বছরই মে মাসের ৭ তারিখে আবার দেখা মিলবে এই পিঙ্ক সুপার মুনের।
3/6
আজ সন্ধে থেকে কাল সকাল পর্যন্ত আকাশে দেখা যাচ্ছে সুপার মুন। সুপার মুন অর্থাৎ কিনা পূর্ণিমার চাঁদ। আজ তার রং গোলাপি। এমনিতে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার কিন্তু আজ চাঁদ আর পৃথিবীর দূরত্ব ৩,৫,০৩৫ কিমি।
4/6
অন্য সময়ে যে চাঁদ দেখা যায় তার থেকে এই চাঁদ বড়, রং মনে হবে গোলাপি। তাই নাম পিঙ্ক সুপার মুন।
5/6
আর কয়েক ঘন্টা, ছাদে গিয়ে চাক্ষুষ করতেই পারেন এই সৌন্দর্য্য।
6/6
৭ তারিখ সন্ধে থেকে ৮ তারিখ সকাল- এই সময়ে এই চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে