আইটিবিপি জওয়ান বিকাশ ঠাকুর নিজের বেতনের টাকা দিয়ে গ্রামে শৌচগার বানিয়ে প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। এর জন্য তাঁর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
2/6
বিভেদ সৃষ্টিকারী মতবাদ বা ধারণা থেকে দেশবাসীকে দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছেন মোদী। তিনি বলেছেন, সরকারের দায়িত্ব হল ঐক্য গড়ে তোলার সুযোগ খোঁজা। নাগরিকদের উচিত নিজেদের এবং দেশকে বিভেদের হাত থেকে রক্ষা করা
3/6
ইন্দো তিবেতান বর্ডার পুলিশের জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করার জন্য হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার সুমদো অঞ্চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ২৫-তম পর্বে সে কথাই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী
4/6
এবারের দীপাবলি সেনা জওয়ানদের উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জওয়ানরা শুধু সীমান্তেই সক্রিয় নন, প্রাকৃতিক দুর্যোগ সহ জীবনের সব সঙ্কটের ক্ষেত্রেই তাঁদের উপস্থিতি টের পাওয়া যায়
5/6
এবারের দীপাবলিতে জওয়ানদের শুভেচ্ছা জানানোর আবেদন জানিয়েছিলেন মোদী। তাঁর সেই আবেদনে বহু বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এত শুভেচ্ছা ও ভালবাসা জওয়ানদের মনোবল বাড়াবে
6/6
নির্দিষ্ট কর্মসূচির বাইরে সোমদুর কাছে চাঙ্গো গ্রামে যান মোদী। সেখানে সাধারণ মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। কোনও প্রস্তুতি ছাড়াই চাঙ্গোর মানুষ তাঁকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন, তাতে তিনি অভিভূত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী