এক্সপ্লোর
ম্যান ভার্সেস ওয়াইল্ড: এই জনপ্রিয় শো-তে অন্য মেজাজে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদিকে, ছবি ভাইরাল

1/9

অন্যদিকে, গ্রিলস বলেন, প্রধানমন্ত্রীকে ভারতের জঙ্গলের সফরে নিয়ে যেতে পারাটা অসামান্য অনুভূতি। এই শো ডিসকভারি নেটওয়ার্কের মাধ্যমে ১৮০টির বেশি দেশে সম্প্রচারিত হবে।
2/9

শো প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বহু বছর প্রকৃতির মাঝে, পাহাড়ে ও জঙ্গলে থেকেছি। সেই সব দিনগুলির আমার জীবনের ওপর বড় প্রভাব রয়ে গিয়েছে।
3/9

মোদি বলেন, জঙ্গলে সময় কাটানোটা দারুণ অনুভূতি ছিল। তাও আবার বেয়ার গ্রিলসের সঙ্গে। কারণ তিনি প্রকৃতিকে তাঁর সবচেয়ে বিশুদ্ধ রূপে দেখানোর চেষ্টা করেন।
4/9

বেয়ার গ্রিলস নিজের টুইটার অ্যাকাউন্টে এই এপিসোডের টিজার পোস্ট করেছেন। ৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রধানমন্ত্রী মোদি এবং গ্রিলসকে দেখা যাবে জঙ্গলে ঘুরতে এবং রাবার-বোটে বসে থাকতে।
5/9

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার কাছে এই শো বিশ্বের সামনে ভারতের সমৃদ্ধশালী পরিবেশকে মেলে ধরা এবং পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে বোঝাপড়া করার গুরুত্বের ওপর নজর দেওয়ার সুযোগ থাকবে।
6/9

সেখানে হাল্কাভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ওপর জোর দেওয়া হবে।
7/9

মোদি বলেছেন, যখন আমাকে রাজনীতির বাইরের জীবন নিয়ে এই বিশেষ এপিসোডে অংশগ্রহণ করার প্রস্তাব দেওয়া হল, এবং তাও আবার প্রকৃতির মধ্যে, তখন আমি এর অংশ হওয়ার ইচ্ছাপ্রকাশ করি।
8/9

শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোয়ের একটি এপিসোডে দেখা যাবে। এই বিশেষ শো আগামী ১২ অগাস্ট প্রচারিত হবে। তার আগে, ওই এপিসোডের বিভিন্ন ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে প্রধানমন্ত্রী মোদিকে ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে। দেখুন সেই ছবি--
9/9

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এই এপিসোডের শ্যুটিং বেয়ার গ্রিলস ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে করেছেন।
Published at : 02 Aug 2019 08:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
