এক্সপ্লোর
সানি লিওনের বিরুদ্ধে বিক্ষোভ, পুড়ল পোস্টার
1/8

বেঙ্গালুরুতে বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে নববর্ষ বরণের রাতে সানি লিওনের প্রস্তাবিত অনুষ্ঠান ঘিরেই সংশয় তৈরি হল। একটি কন্নড় গোষ্ঠী কর্নাটক রক্ষণা বেদিকা যুবা সেনা ওই অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছে। সংগঠনের পক্ষ থেকে সানির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। চলে স্লোগান। পোড়ানো হয় সানির পোস্টার। বিক্ষোভকারীদের দাবি, সানি লিওন এ ধরনের অনুষ্ঠান করলে শহরের সংস্কৃতির ওপর প্রভাব পড়বে। গত বছরও সানির অনুষ্ঠানের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছিল।
2/8

উল্লেখ্য, সানি লিওনের বিরুদ্ধে বিক্ষোভ এই প্রথম নয়। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সানি আসার পর থেকেই এ ধরনের বিক্ষোভ দেখা গিয়েছে।
Published at : 15 Dec 2017 06:36 PM (IST)
View More






















