এক্সপ্লোর
বিশ্বের কোন হ্যান্ডসাম পুরুষকে দেখে ইভাঙ্কা, কেট, রানি এলিজাবেথ, এমা ওয়াটসনরা মুগ্ধ জানেন?
1/12

তিনি অসাধারণ নাচতেও পারেন। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
2/12

তাঁকে দেখে বিগলিত হয়ে গেছেন কেট মিডলটন। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
3/12

সাহিত্য এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। একসময় জীবিকা নির্বাহের জন্যে ফরাসি ভাষা শেখাতেন এবং অঙ্ক করাতেন।পরিবারের সঙ্গে একান্তে। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
4/12

জুকেরবার্গের সঙ্গে
5/12

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডিউয়ের ব্যক্তিত্বে মুগ্ধ বিশ্বের বহু নারী। তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন রানি এলিজাবেথ। প্রসঙ্গত, তিনি হলেন বিশ্বের একমাত্র পুরুষ যাঁকে দেখে মজেছেন বয়সে অনেক বড় রানি এলিজাবেথও। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে তাঁর স্ত্রীর সঙ্গে। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
6/12

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে
7/12

তিনি সিরিয়া থেকে আসা উদ্বাস্তুদের সঙ্গে দেখা করতে স্বশরীরে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
8/12

তবে তাঁর এই মানুষকে মোহিত করার জন্যে শুধু জাস্টিনের ব্যক্তিত্ব নয় তাঁর স্বভাবও বড় ভূমিকা পালন করেছে। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
9/12

তাঁকে দেখে মুগ্ধতায় ক্লিন বোল্ড হয়েছেন জার্মানির রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মর্কেল। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
10/12

এমা ওয়াটসন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কারণ তিনি তাঁর ক্যাবিনেটে সমান সংখ্যায় পুরুষ এবং মহিলাদের রেখেছেন। এখানে তাঁকে প্রাতঃরাশ সারতে দেখা যাচ্ছে কানাডার নিরাপত্তা বাহিনীর সঙ্গে। ছবি সৌজন্যে জাস্টিন ট্রুডিউয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
11/12

শৈশবের জাস্টিন
12/12

তাঁকে দেখে মুগ্ধতায় ক্লিন বোল্ড হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্প
Published at : 21 Feb 2017 02:16 PM (IST)
Tags :
Justin TrudeauView More
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















