এই 4G VoLTE স্মার্টফোনে মেসেজিং ও এন্টারটেনমেন্ট সংক্রান্ত জিও অ্যাপ প্রি-লোডেড থাকবে। সেই সঙ্গে থাকবে বেশ কিছু জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ এবং সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ।
2/9
মাসে ৩০৯ টাকার প্ল্যানে গ্রাহকরা জিও ফোন টিভি কেবলও পাবেন যা বড় স্ক্রিনে দেখা সম্ভব। এই কেবল সমস্ত টেলিভিশনের সঙ্গেই যুক্ত করা যাবে। গ্রাহকরা দিনে চার ঘন্টা পর্যন্ত ভিডিও বড় স্ক্রিনে দেখতে পাবেন।
3/9
কোম্পানির বিশেষ টারিফ: এই জিও ফোনে ভয়েস কলিং সর্বদাই নিখরচায় পাওয়া যাবে। পাওয়া যাবে আনলিমিটেড ডেটাও পাওয়া যাবে। এজন্য মাসে ১৫৩ টাকা দিতে হবে। এছাড়াও আরও দুটি প্ল্যানও রয়েছে। ৫৩ টাকার সপ্তাহিক প্ল্যান ও ২৩ টাকার দুদিনের প্ল্যান।
4/9
অনলাইন আগাম বুকিং MY JIO অ্যাপ এবং কোম্পানির ওয়েবসাইট jio.com-এ লগ ইন করে করতে হবে।
5/9
কীভাবে বুকিং করা যাবে: এই ফোন কিনতে চাইলে অফলাইন ও অনলাইন-দুভাবেই আগাম বুকিং করা যাবে। অফলাইন মোডে রিলায়েন্স ডিজিটাল স্টোর্স নেটওয়ার্কের সঙ্গে জিও রিটেলার ও মাল্টিব্র্যান্ড ডিভাইস রিটেলার্সের মাধ্যমে ফোনের আগাম বুকিং করা যাবে।
6/9
৩৬ মাস পর্যন্ত গ্রাহকরা জিয়োফোন ব্যবহার করতে পারেন। এরপর এই ফোন ফেরত দিলে ১,৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট ফেরত পাওয়া যাবে।
7/9
৫০০ টাকায় প্রি-বুকিং: প্রি-বুকিং মূল্য দিয়ে এই ফোন বুক করা যাবে। এই মূল্য মাত্র ৫০০ টাকা। এছাড়াও ফোন ডেলিভারি দেওয়ার সময় সংশ্লিষ্ট ক্রেতার কাছ থেকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে আরও ১০০০ টাকা নেওয়া হবে।
8/9
আগে এলে আগে পাবেন-এই ভিত্তিতে জিও ফোন দেওয়া হবে। এই ফোন তাঁরাই পাবেন যাঁরা ২৪ আগস্ট অর্থাত আজ থেকে শুরু হওয়া আগাম বুকিংয়ের মাধ্যমে বুকিং করবেন। এই ফোন কিনতে চাইলে আজ সন্ধেয় যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করুন।
9/9
আজ সন্ধে সাড়ে পাঁচটা থেকে শুরু হচ্ছে জিও-র জিওফোনের আগাম বুকিং। সেপ্টেম্বরের শেষের দিক থেকে এই ফোন পাওয়া যাবে। এই ফোন আগাম বুকিং করতে হলে কী কী করতে হবে এবং কোন কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে, তা দেখে নেওয়া যাক এক ঝলকে।