সোনম ওই অনুষ্ঠানে বলেন, নীরজা আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি এই সিনেমায় অভিনয় করছি বলে নয়, তিনি আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। তাঁর কাছ থেকে উদারতা শিখেছি আমি, যেটা ভীষণই বিরল। জাতি-ধর্মের বিচার না করেই মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন তিনি।
3/7
অনুষ্ঠানের আরও কিছু ছবি...
4/7
প্রয়াত নীরজা ভানতের হয়ে পুরস্কার নিলেন অভিনেত্রী সোনম কপূর। সাহসিকতার জন্য মরণোত্তর মাদার টেরেজা মেমোরিয়াল ইন্টারন্যাশানাল অ্যাওয়ার্ড ২০১৬ সম্মান প্রদান করা হয় বিমান সেবিকা নীরজাকে।
5/7
নীরজা ভানতের জীবনী অবলম্বনে তৈরি বায়োপিক "নীরজা"-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনম।
6/7
১৯৮৬ সালে সেপ্টেম্বরে জঙ্গিদের হাইজ্যাক করা একটি বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে নিজে প্রাণ হারান নীরজা।
7/7
সূত্রের খবর, নীরজার পরিবারই চেয়েছিল এই পুরস্কার গ্রহণ করুক সোনম।