হিনা বলেছেন, ইরানের প্রতিযোগিতার জন্য আমার সময় ও শক্তির অপচয় করার বদলে রিহ্যাবিলিটেশনের উপর জোর দিচ্ছি আমি
2/12
ঘাড় ও কাঁধের চোটের কারণে বেশ কিছুদিন ধরেই অনুশীলন ও প্রতিযোগিতার বাইরে হিনা
3/12
২০১৩ সালে ষষ্ঠ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ইরানে। সেবারও একই কারণে যোগ দেননি হিনা
4/12
এবারই প্রথম নয়, এর আগেও পোশাক-বিধির কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন হিনা
5/12
রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি রনিন্দর সিংহ বলেছেন, ইরানের শ্যুটিং ফেডারেশনের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক রয়েছে। আমরা ওদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি। ইরানে গেলে সবাইকেই হিজাব পরতে হয়। হিনা ছাড়া ভারতের সব মহিলা শ্যুটারই এই নিয়ম মেনে নিয়েছেন
6/12
ভারতের অন্য প্রতিযোগীরা অবশ্য পোশাকের বিষয়ে এই নিয়ম মেনে নিতে রাজি। একমাত্র হিনা বিদ্রোহী হয়ে উঠেছেন
হিনা বলেছেন, বিদেশি পর্যটক বা অতিথিদের হিজাব পরতে বাধ্য করা ক্রীড়াসুলভ আচরণ নয়। অন্যদের উপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার বিষয়টি আমি মানতে পারছি না। সেই কারণেই আমি এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত
9/12
পোশাক নিয়ে এই নিয়ম মানতে নারাজ হিনা। সেই কারণেই তিন ইরানে যাবেন না বলে ঠিক করেছেন
10/12
হিজাব নিয়ে কড়াকড়ির জন্য নবম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন ভারতের অন্যতম সেরা মহিলা শ্যুটার হিনা সিন্ধু
11/12
এ বছরের ডিসেম্বরে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা
12/12
ইরানের আইনানুসারে, সেদেশে সব মহিলার হিজাব পরা বাধ্যতামূলক। পর্যটক বা ক্রীড়াবিদদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হয়। শ্যুটিং প্রতিযোগিতায় যোগ দেওয়া মহিলা প্রতিযোগীদেরও খেলার সময় এবং জনস্থানে হিজাব পরে থাকতে হবে