জামাইকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পঞ্চম দিনে একাধিক রেকর্ড হল।
2/13
অলরাউন্ড পারফরম্যান্সের জেরে টেস্টে প্রথমবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন চেস।
3/13
এই টেস্টের পঞ্চম দিনে ৩৪০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেদেশে টেস্টের শেষ দিনে এটাই সবচেয়ে বেশি রান। এর আগে ১৯৬০ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড টেস্টের শেষ দিনে ৩২১ রান হয়েছিল। সেটাই এতদিন সবচেয়ে বেশি ছিল।
4/13
সাবাইনা পার্কে ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে চেসের ১৩৭ রানই সর্বোচ্চ। এর আগে এই মাঠে ৬ নম্বরে নেমে সর্বোচ্চ ১৩৫ রান করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল।
5/13
জামাইকা টেস্টে দু দল ২২টি ছয় মেরেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি টেস্টে এটাই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্টেও ২২টি ছক্কা মারা হয়েছিল।
6/13
এই নিয়ে পঞ্চমবার ৩০০ বা তার বেশি রানে পিছিয়ে থেকেও টেস্ট ড্র করল ওয়েস্ট ইন্ডিজ।
7/13
জামাইকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১২টি টেস্ট খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের জয় ৬টি টেস্টে, ভারতের দুটি টেস্টে এবং ড্র চারটি টেস্ট।
8/13
ব্ল্যাকউডের স্ট্রাইক রেট ছিল ১০৭.৭৫। টেস্টের দু ইনিংসেই হাফ সেঞ্চুরি করা ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে তাঁর স্ট্রাইক রেটই সেরা। সবমিলিয়ে তিনি তৃতীয় স্থানে আছেন। এক্ষেত্রে স্ট্রাইক রেটে সবার আগে মহম্মদ আজহারউদ্দিন এবং দ্বিতীয় বীরেন্দ্র সহবাগ।
9/13
নিউজিল্যান্ডের ব্রুস টেলর ১৯৬৫ সালের মার্চে ইডেনে অভিষেক টেস্টেই ব্যাট হাতে শতরানের পর বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন। চেস এই নজির গড়লেন জীবনের দ্বিতীয় টেস্টে। এর আগে ১৯২০-২১ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরি ১০০ রান করেছিলেন এবং ৬৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
10/13
এই টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি সেঞ্চুরি করেছেন চেস। চতুর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার হিসেবে তিনি এই নজির গড়েছেন।
11/13
জারমেইন ব্ল্যাকউড তৃতীয় ক্যারিবিয়ান ব্যাটসম্যান হিসেবে ভারতের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে টেস্টের দু ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন। তাঁর আগে এই কীর্তি রয়েছে কলি স্মিথ ও ক্লাইভ লয়েডের।
12/13
তরুণ অলরাউন্ডার রস্টন চেস শতরান করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন।
13/13
এই টেস্টে ক্যারিবিয়ানদের রান রেট ছিল ৩.৭৩। ঘরের মাঠে দু ইনিংসেই ব্যাট করেছে এমন টেস্টে এটাই তাদের সবচেয়ে ভাল রান রেট।