তাঁর কথায়, এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। মেয়েকে দুনিয়া ঘুরিয়ে দেখাতে চান, শেখাতে চান কত নতুন জিনিস।
6/10
২ মাস ধরে চলেছে এই দত্তক গ্রহণের প্রক্রিয়া। সানি জানিয়েছেন, মা হয়ে তিনি ভীষণ খুশি।
7/10
সানি বলেছেন, মেয়ের সঙ্গে প্রতিটি সেকেন্ড উপভোগ করছেন তিনি। জীবন থেকে এর বেশি কিছু চাওয়ার ছিল না। তিনি সত্যিই খুব ভাগ্যবতী।
8/10
সানি জানিয়েছেন, তাঁর গোটা জীবনটাই ভীষণ ভাল দিকে বদলে গিয়েছে। জীবন চলছে ঘড়ির কাঁটার তালে। টাইম টেবিল মেনে চলা যতটা কঠিন ভেবেছিলেন আসলে তা নয়। আর এখন নিশা এত বড় হয়ে গিয়েছে যে দরকারে তাঁদের সঙ্গে যেতেও পারে।
9/10
সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা। স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানি- ড্যানিয়েল মেয়ের নাম রেখেছেন নিশা কৌর ওয়েবার।
10/10
মহারাষ্ট্রের লাতুর থেকে এক শিশুকন্যাকে দত্তক নিয়েছেন সানি লিওন। জানিয়েছেন, মেয়ের সঙ্গে সময় কাটাতে তাঁর দারুণ ভাল লাগে। তাকে নানা রকম জিনিস শেখাতে তাঁর আর তর সইছে না।