ডবলুডবলুই-র ট্যালেন্ট ডেভেলপমেন্ট হেড ক্যানিওন কেম্যান দিল্লিতে এসে সুশীলের সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই সুশীলের পেশাদার হওয়ার জল্পনা বেড়ে গিয়েছে
2/8
২০০৮ ও ২০১২ অলিম্পিকে কুস্তিতে পদক পাওয়া সুশীল রিও অলিম্পিকের দলে ছিলেন না। তাঁর বদলে নরসিংহ যাদবকে রিওতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় কুস্তি ফেডারেশন ও জাতীয় অলিম্পিক সংস্থা
3/8
সুশীল অবশ্য এখনও ডবলুডবলুই-তে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি। তবে শোনা যাচ্ছে, তিনি পেশাদার হতে আগ্রহী
4/8
ভারতীয় ক্রীড়ামহলের অনুমান, রিও অলিম্পিকে যোগ দিতে না পারায় অভিমান থেকেই পেশাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুশীল
5/8
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খলি বলেছেন, আমার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে যদি সুশীল ডবলুডবলুই-তে যোগ দেয়, তাহলে আমার খুব ভাল লাগবে। তবে ওর কাজটা খুব কঠিন
6/8
খলি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তিতে ভারতীয়দের সফল হওয়া খুব কঠিন। এছাড়া সুশীলের বয়সও তাঁর বিপক্ষে যেতে পারে
7/8
এই পরিস্থিতিতে সুশীলকে সতর্ক করে দিয়েছেন ডবলুডবলুই-র প্রাক্তন চ্যাম্পিয়ন দ্য গ্রেট খলি