যথাযথ সময়ে বিয়ে হওয়ার জন্য মেয়েদের শোওয়ার ঘর, বাস্তু মতে, উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত্। যদি সেটা একান্তই সম্ভব না হয় তাহলে পশ্চিম দিকের কোনও ঘরে মেয়েদের শোওয়া উচিৎ।
2/7
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে যদি কোনও জলাধার বা কুয়ো থাকে তাহলে সেই বাড়ির সন্তানদের অনেক সময় বিয়েতে বাধা আসে।
3/7
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে ঢালু দেওয়াল বা কার্নিশ থাকলে এই ধরনের দেওয়াল বিয়েতে বাধার কারণ হয়ে দাঁড়ায়।
4/7
অবিবাহিত মেয়েদের শোওয়ার ঘর কখনওই বাড়ির দক্ষিণ-পশ্চিমে হওয়া উচিৎ নয়। তাহলে সেই মেয়ের বিয়েতে বাধা আসে।
5/7
বাস্তু শাস্ত্রে বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বলা হয়, এই কোণে কোনও সমস্যা থাকলে বিয়েতে নানা রকম বাধা আসে।
6/7
ছেলে-মেয়ে উভয়েরই শোওয়ার ঘরের দেওয়াল বা বিছানার চাদর হাল্কা রঙের হওয়া উচিৎ। শোওয়ার ঘরে কখনও কালো কিংবা গাঢ় নীল রঙ ব্যবহার করা উচিৎ নয়।
7/7
অবিবাহিত মেয়েদের শোওয়ার ঘর কখনওই বাড়ির দক্ষিণ-পশ্চিমে হওয়া উচিৎ নয়। তাহলে সেই মেয়ের বিয়েতে বাধা আসে।