ছবির গান একদম নতুন যুগের। বাংলা ছবিতে এই প্রথম হিন্দি গানের ব্যবহারও হয়েছে।
8/12
পরিচালক ঋক বসু জানিয়েছেন, দুবছরের ওপর ধরে এই ‘দেবী’ নিয়ে ভাবছেন তিনি। পাওলি দামের সঙ্গে এক আলোচনায় আচমকা পুরোটা চূড়ান্ত হয়। ছবির নাম প্রথমে ছিল ‘পাওলি’। পরে তা পাল্টে করা হয় ‘দেবী’।
9/12
‘দেবী’ প্রযোজনা করেছেন প্রদীপ চুড়িয়াল ও ম্যাকনিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ছবির মুখ্য চরিত্র পাওলি দাম। পার্বতী এখানে প্রতীক, চরিত্রটি করবেন নবাগত শুভ মুখোপাধ্যায়। চন্দ্রমুখী এখানে চার্লি ও চুনীবাবু নাদিয়া।
10/12
ছবিতে দেখানো হবে দেবদাস যদি মেয়ে হতেন, তাহলে কী হত। তাহলেও কি তিনি গণ্য হতেন চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে? তাঁকে কি সমাজে ফিরে আসার সুযোগ দেওয়া হত, নাকি গণ্য করা হত নষ্ট মেয়ে হিসেবে?
11/12
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস লিখেছিলেন ১৯১৭-য়। তারপর সময় এগিয়ে গেছে ১০০ বছর। কিন্তু মানুষের মূল্যবোধ, ধ্যানধারণা কতটুকু এগিয়েছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে আসছে ঋক বসুর ‘দেবী’।
12/12
‘দেবী’ এমন একজন মহিলার গল্প, যে এক পুরুষের প্রেমে পাগল হয়ে নিজের জীবন তাতেই বরবাদ করে দেয়। যার প্রতি তার প্রেম, সেই পুরুষ ও সমাজ কীভাবে, কোন চোখে তাকে দেখছে, ওই মহিলাই বা কীভাবে দেখছে গোটা ব্যবস্থা, এই নিয়ে এগিয়েছে ছবির গল্প।