উত্তরাখণ্ডের হৃষীকেশ ধ্যান করার আদর্শ জায়গা। হরিদ্বারের অদূরে এই শহরে গঙ্গা খরস্রোতা। এখানকার আশ্রমগুলিতে যোগচর্চা হয়। আধ্যাত্মিকতা ও শান্তির খোঁজে বহু মানুষ হৃষীকেশে যান
2/6
এমনই একটি জায়গা হল লাদাখ। এখানকার বৌদ্ধ মঠগুলি বহু প্রাচীন। সেখানে প্রাচীন মূর্তি সহ নানা সামগ্রী দেখা যায়। পর্যটনের মরশুমে বহু মানুষ ইমিস মঠ সহ অন্যান্য বৌদ্ধ মঠগুলিতে গিয়ে শান্তির খোঁজ করেন
3/6
গোয়ায় বেশিরভাগ মানুষই যান সমুদ্র সৈকতে বেড়াতে। কিন্তু এই গোয়াতেই রয়েছে ‘ব্যাসিলিকা অফ বোম জেসাস বাইঙ্গুইনিম’। এই গির্জাটিতে রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সমাধি। এই গির্জাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করেছে ইউনেস্কো
4/6
গোয়ার এই গির্জাটি দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন। প্রাচীন এই গির্জায় ঢুকলেই শান্তির সন্ধান পাওয়া যায়
5/6
ভারতের অপর একটি বিখ্যাত আধ্যাত্মিক পর্যটনস্থল আজমেঢ়ের মৈনুদ্দিন চিস্তি। এখানে অহিংসা, শান্তি, প্রেম, উপযুক্ত আচরণের শিক্ষা দেওয়া হয়
6/6
জীবনে শান্তির অভাব? রোজকার চাপে ক্লান্ত হয়ে পড়েছেন? মানসিক শান্তি চাইলে অথবা আধ্যাত্মিকতার খোঁজ করলে ভারতের কয়েকটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এদেশে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে কয়েকদিন কাটালে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া যাবে