এই শপথ সপ্তাহ চলাকালীন ট্রাফিক আইনভঙ্গকারীদের চালান কাটা হবে না।
3/5
এই কর্মসূচির উদ্দেশ্য, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। তাদের বক্তব্য, এতে আপনা থেকেই উন্নত হবে ট্রাফিক ব্যবস্থা।
4/5
শহরের সব চারমাথার মোড়ে স্টল বসিয়েছে পুলিশ। ১ সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি।
5/5
যাতায়াত নিয়মমাফিক করতে অভিনব পন্থা নিল কালপুর পুলিশ। আইনভঙ্গকারীদের শরবত খাওয়াচ্ছে তারা। শহরের সব থানা এলাকায় ছাউনি বসানো হয়েছে। যাঁরা ট্রাফিক নিয়ম ভাঙছেন তাঁদের ডেকে আনা হচ্ছে ওই ছাউনিতে। শরবত খাইয়ে শপথ করানো হচ্ছে, ভবিষ্যতে আর এ কাজ করবেন না তাঁরা। সই করানো হচ্ছে শপথপত্রেও।