আট বছর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে সচিনকে আক্রমণ করেন কাম্বলি। এরপরেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। ২০১৩ সালে সচিনের বিদায়ী টেস্টে আমন্ত্রণ জানানো হয়নি কাম্বলিকে। আত্মজীবনীতে ছোটবেলার বন্ধুর নাম উল্লেখ করেননি সচিন। তবে তাঁদের সম্পর্ক ফের ভাল হয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে
2/7
সচিন পরবর্তীকালে কিংবদন্তী হয়ে উঠলেও, কাম্বলি প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি
3/7
স্কুলে পড়ার সময় থেকেই একসঙ্গে ক্রিকেট খেলতেন সচিন ও কাম্বলি। ১৯৮৮ সালে তাঁদের জুটিতে ৬৬৪ রান যোগ হয়, যা ছিল বিশ্বরেকর্ড
4/7
দুই বন্ধু একসঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন
5/7
কাম্বলির ৪৬-তম জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেল সচিনকে
6/7
ট্যুইটার ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেও কাম্বলিকে শুভেচ্ছা জানান সচিন
7/7
দূরত্ব ভুলে ফের ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন সচিন তেন্ডুলকর