এক্সপ্লোর
আনলক ওয়ান: 'দেওয়া হবে না চন্দন-ফোঁটা, বন্ধ চরণামৃত দেওয়া', করোনা সতর্কতায় কোন মন্দিরে কেমন ছবি?
1/10

বোলপুরের কঙ্খালীতলার মন্দিরে ভক্তদের সংখ্যা নিতান্ত কম। তেমন কোনও সতর্কতা নেওয়া হয়নি। করোনা সংক্রমণের আশঙ্কায় বিধি-নিষেধের কথা বলা হলেও, পর্যবেক্ষণ বা নজরদারির জন্য কোনও তত্পরতা চোখে পড়েনি। পুণ্যার্থীদের সংখ্যা হাতে গোনা। তবে সকলেই মাস্ক পরে এসেছেন। মন্দিরের তরফে স্যানিটাইজারের কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ।
2/10

লাভপুরে ফুল্লরা মায়ের মন্দিরে ভক্তদের মুখে মাস্ক, তবে আর কোনও সতর্কতা অবলম্বন করা হয়নি।
Published at : 01 Jun 2020 12:39 PM (IST)
View More






















