আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক মরশুমে তিনটি শতরান করলেন কোহলি। শনিবার গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৫৫ বলে ১০৯ করলেন তিনি। গুজরাতের বিরুদ্ধে আগের ম্যাচেও শতরান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। অপর শতরানটি করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
3/6
এবারের আইপিএল-এ কোহলি ও ডিভিলিয়ার্স চারটি শতরানের পার্টনারশিপ গড়লেন। এক মরশুমে এর আগে তিনটি করে শতরান ছিল গৌতম গম্ভীর-শিখর ধাওয়ান (২০০৮) এবং কোহলি-ক্রিস গেইলের (২০১২)। সেই রেকর্ডও ভেঙে গেল।
4/6
এদিনের আগে একটিমাত্র টি২০ ম্যাচে এক ইনিংসে দুজন ব্যাটসম্যান শতরান করেছিলেন। ২০১১ সালে গ্লস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে কেভিন ও’ব্রায়েন (১১৯) এবং হামিশ মার্শাল (১০২) করেন। তাঁদের সঙ্গে এবার জুড়ে গেল কোহলি ও ডিভিলিয়ার্সের নাম।
5/6
এবি ডিভিলিয়ার্স এদিন মাত্র ৪৩ বলে শতরান করেছেন। আইপিএল-এর ইতিহাসে এটি পঞ্চম দ্রুততম শতরান।
6/6
আইপিএল-এ তৃতীয় বিদেশি হিসেবে ৩,০০০ রান করে ফেললেন ডিভিলিয়ার্স।