এক্সপ্লোর
জিও-কে টক্কর দিতে নয়া ৪৫৮ ও ৫০৯ টাকার নয়া প্ল্যান ভোডাফোনের
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14211946/voda-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/8
![রিলায়েন্স জিও-র ৪৫৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পান ৮৪ জিবি ডেটা। এর বৈধতা ৮৪ দিনের। অন্যদিকে ৩৯৯ টাকার প্ল্যানে জিও-র গ্রাহকরা দিনে ১ জিবি করে ডেটা পানষ এই প্ল্যানের বৈধতা ৭০ দিন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14212005/voda-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রিলায়েন্স জিও-র ৪৫৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পান ৮৪ জিবি ডেটা। এর বৈধতা ৮৪ দিনের। অন্যদিকে ৩৯৯ টাকার প্ল্যানে জিও-র গ্রাহকরা দিনে ১ জিবি করে ডেটা পানষ এই প্ল্যানের বৈধতা ৭০ দিন।
2/8
![এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের। অর্থাত্ এই প্ল্যানে মিলবে ৮৪ জিবি ডেটা। দিনে ১ জিবি ডেটার সীমা পার হয়ে গেলে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে যাবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14212003/voda-7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের। অর্থাত্ এই প্ল্যানে মিলবে ৮৪ জিবি ডেটা। দিনে ১ জিবি ডেটার সীমা পার হয়ে গেলে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে যাবে।
3/8
![কলের ব্যাপারে আগের প্ল্যানের মতোই শর্ত থাকছে। ভোডাফোন প্লে-র ফ্রি সাবক্রিপশনও থাকছে এই প্ল্যানে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14212000/voda-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলের ব্যাপারে আগের প্ল্যানের মতোই শর্ত থাকছে। ভোডাফোন প্লে-র ফ্রি সাবক্রিপশনও থাকছে এই প্ল্যানে।
4/8
![৫০৯ টাকার প্ল্যানেও আনলিমিডেট কল ও দিনে ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। ভোডাফোনের সমস্ত প্রিপেড গ্রাহকরা 3G/4G উভয় হ্যান্ডসেটেই এই প্ল্যানের সুবিধা পাবেন। রোমিংয়ের সময় নিখরচায় কল করা যাবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14211957/voda-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৫০৯ টাকার প্ল্যানেও আনলিমিডেট কল ও দিনে ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। ভোডাফোনের সমস্ত প্রিপেড গ্রাহকরা 3G/4G উভয় হ্যান্ডসেটেই এই প্ল্যানের সুবিধা পাবেন। রোমিংয়ের সময় নিখরচায় কল করা যাবে।
5/8
![এর বেশি কল হলে ফ্রি কল পাওয়া যাবে না। এছাড়াও এই প্ল্যানে রয়েছে ভোডাফোন প্লে-র সাবসক্রিপশনের সুবিধা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14211955/voda-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর বেশি কল হলে ফ্রি কল পাওয়া যাবে না। এছাড়াও এই প্ল্যানে রয়েছে ভোডাফোন প্লে-র সাবসক্রিপশনের সুবিধা।
6/8
![এই প্ল্যানে আনলিমিডেট কলের ক্ষেত্রে অবশ্য শর্ত রয়েছে। গ্রাহকরা দৈনিক সর্বাধিক ২৫০ মিনিট কল করতে পারবেন। সপ্তাহে সর্বাধিক মোট ১০০০ মিনিট কল করা যাবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14211952/voda-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই প্ল্যানে আনলিমিডেট কলের ক্ষেত্রে অবশ্য শর্ত রয়েছে। গ্রাহকরা দৈনিক সর্বাধিক ২৫০ মিনিট কল করতে পারবেন। সপ্তাহে সর্বাধিক মোট ১০০০ মিনিট কল করা যাবে।
7/8
![৪৫৮ টাকার প্ল্যানে ভোডাফোনের সমস্ত প্রিপেড গ্রাহকরা 3G/4G উভয় হ্যান্ডসেটেই প্রতিদিন ১ জিবি করে ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাবেন। সঙ্গে দৈনিক ১০০ টি মেসেজের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৭০ দিনের।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14211950/voda-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৪৫৮ টাকার প্ল্যানে ভোডাফোনের সমস্ত প্রিপেড গ্রাহকরা 3G/4G উভয় হ্যান্ডসেটেই প্রতিদিন ১ জিবি করে ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাবেন। সঙ্গে দৈনিক ১০০ টি মেসেজের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৭০ দিনের।
8/8
![টেলিকম সংস্থা ভোডাফোন তাদের প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এল নয়া প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও আরও বেশি ডেটা। ভোডাফোন ৪৫৮ ও ৫০৯ টাকার দুটি প্ল্যান এনেছে। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন নয়, আর বেশি দিনের।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/14211946/voda-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেলিকম সংস্থা ভোডাফোন তাদের প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এল নয়া প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও আরও বেশি ডেটা। ভোডাফোন ৪৫৮ ও ৫০৯ টাকার দুটি প্ল্যান এনেছে। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন নয়, আর বেশি দিনের।
Published at : 14 Nov 2017 09:21 PM (IST)
Tags :
Vodafoneআরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)