এক্সপ্লোর
দেখুন, দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে সবার নজর কেড়ে নিল ‘বেবি মাফলারম্যান’

1/7

এই শিশুটিকে বিশেষ অতিথি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল আম আদমি পার্টি। আজ তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় রাঘব চাড্ডা, সোমনাথ ভারতীর মতো আপ নেতাদের।
2/7

আজ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিবাল। তাঁকে শপথবাক্য পাঠ করান উপ রাজ্যপাল অনিল বৈজল। কেজরিবালের সঙ্গে মণীশ শিসোদিয়া সহ অন্যান্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
3/7

কেজরিবালের এবারের মন্ত্রিসভায় কোনও মহিলা জায়গা পাননি। সব মন্ত্রীই পুরুষ।
4/7

শপথ গ্রহণ করার পর দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তিনি সবার জন্য কাজ করবেন। দিল্লির উন্নয়নই তাঁর লক্ষ্য। দিল্লির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও চেয়েছেন কেজরিবাল।
5/7

আজকের অনুষ্ঠানে বেশ কয়েকটি শিশু কেজরিবালের মতো পোশাক পরে হাজির হয়েছিল। তাদের ঘিরে সবারই উৎসাহ ছিল তুঙ্গে।
6/7

আজ কেজরিবালের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রামলীলা ময়দানে বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।
7/7

আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কেড়ে নেয় ‘বেবি মাফলারম্যান’। কেজরিবালের মতো সেজে হাজির হয়েছিল শিশুটি।
Published at : 16 Feb 2020 07:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
