এক্সপ্লোর
দেখুন, রবিবারের মোহালি সাক্ষী থাকল একঝাঁক রেকর্ডের
1/10

একদিনের ক্রিকেটে দ্রুততম ৯,০০০ রান করার ক্ষেত্রে ষষ্ঠ স্থানে আছেন ধোনি। তাঁর আগে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (২২৮ ইনিংস), সচিন তেন্ডুলকর (২৩৫ ইনিংস), ব্রায়ান লারা (২৩৯ ইনিংস), রিকি পন্টিং (২৪২ ইনিংস) এবং জ্যাক কালিস (২৪২ ইনিংস)
2/10

একদিনের ক্রিকেটে রান তাড়া করে দলকে জেতানোর ক্ষেত্রে ১৪টি শতরান করে সচিনের রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। একদিনের ম্যাচে পরে ব্যাট করে সচিনের মোট শতরান ১৭। কোহলি ইতিমধ্যেই ১৬টি শতরান করে ফেলেছেন। ফলে সচিনের এই রেকর্ডটিও টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে
Published at : 24 Oct 2016 12:24 PM (IST)
View More





















