এক্সপ্লোর
সাপ্তাহিক রাশিফল
1/12

কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসায় নতুন কিছু হতে চলেছে। আর্থিক ব্যাপারে চাপের জন্য সংসারে অশান্তি। গুরু জনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম জুটতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ। সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে।
2/12

সপ্তাহের প্রথমে দিকে পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। রহস্য বিদ্যার জন্য ভাবনা চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা। কোনও নতুন ব্যবসায় আগ্রহ বাড়তে পারে। শরীরের জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও গুরু জনের শরীর নিয়ে চিন্তা, সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি হতে পারে। চাকরির জায়গায় সুনাম বাড়তে পারে।
Published at : 28 Apr 2019 07:17 AM (IST)
Tags :
Weekly HoroscopeView More





















