এই পরিবহণ সংস্থার পোশাক বিধি অনুসারে, অন্য যাত্রীদের কাছে আপত্তিকর, এমন কোনও পোশাক পরে যাত্রীরা বিমানে উঠতে পারবেন না।
2/9
বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত কয়েকটি বিমান পরিবহণ সংস্থাতে যাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন বিধি রয়েছে। এই বিধি পুরুষ ও মহিলা-উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এই নিয়ম যাত্রীদের দিয়ে পালন বিমানের কর্মীদের পক্ষে খুবই কঠিন হয়। এক্ষেত্রে কখনও কখনও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়।
3/9
গত বুধবার বিমান পরিবহণ সংস্থা এমিলির কাছে ক্ষমা প্রার্থনা করে কেবিন সার্ভিসের ডিরেক্টরকে এই ঘটনায় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে সংস্থা বিমান ম্যানেজারের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেছে, উদ্ভূত পরিস্থিতি আরও ভালোভাবে সামলানো যেতে পারত।
4/9
এমিলি বলেছেন, বিমানের ম্যানেজার ও অন্য চার কর্মী তাঁর কাছে আসেন এবং জ্যাকেট পরতে বলেন। না হলে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকিও তাঁকে দেওয়া হয় বলে জানিয়েছেন এমিলি।
5/9
এমিলি জানিয়েছেন, তাঁর পোশাক নিয়ে তাঁকে বিমানবন্দরে হুঁশিয়ারি দেওয়া হয়, আর বিমানে ঢোকার পথে বারবার বাধা দেওয়া হয়। বিমানের কর্মীরা তাঁকে শরীর ঢাকা পোশাক পরতে বলেন।
6/9
গত ২ মার্চ এমিলি বার্মিংহাম বিমানবন্দর থেকে থেকে টেনেরিফ আইল্যান্ড যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন। সেই সময় বিমানের কর্মীরা তাঁকে বলেন, তাঁর পোষাক অন্য যাত্রীদের আপত্তির কারণ হয়ে উঠতে পারে। এমিলির পরনে ছিল ক্রপ টপ ও প্যান্ট।
7/9
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শালীন পোশাক না পরায় এমিলিকে হুমকি দেওয়া হয় এবং বিমান থেকে নেমে যেতে বলা হয়।
8/9
এই ঘটনা ঘটেছে ব্রিটেনে। সেখান থমাস কুক এয়ারলাইন্স এমিলি ও'কোন্নোর নামে ২১ বছরের এক তরুণীকে খাটো পোশাক পরায় বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শেষপর্যন্ত বিতর্কের মুখে এই আচরণের জন্য ক্ষমা চেয়েছে বিমান পরিবহণ সংস্থাটি।
9/9
স্বল্প বসনের জন্য মহিলাদের কোথাও কোথাও সমস্যায় পড়তে হয়। কিন্তু এবার ঘটনা ঘটল বিমানে। খাটো পোশাক পরায় এক মহিলাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হল। সব ছবি-গেটি ইমেজ