নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির। এখানেও মহিলাদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। পরে মন্দির কর্তৃপক্ষ জানায় এক ঘন্টা মহিলাদের গর্ভগৃহে প্রবেশের অধিকার দেওয়া হবে। তবে সিল্কের কাপড় পরেই পুজো দিতে হবে।
2/7
সম্প্রতি মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগার গর্ভগৃহে মহিলাদের প্রবেশের পূর্ণ অধিকারের কথা জানিয়েছে বম্বে হাইকোর্ট। কিন্তু এখনও দেশে বহু মন্দির, মসজিদ রয়েছে, যেখানে মহিলাদের প্রবেশাধিকার নেই। কিছু জায়গায় প্রবেশের অধিকার লড়াই করে অর্জন করেছে মেয়েরা।
3/7
আহমেদনগরের শনি সিঙ্গনাপুর মন্দির। সেখানে শনিদেবকে পুজোর অধিকার তো দূরের কথা, মন্দিরে প্রবেশের অনুমতিই ছিল না মহিলাদের। পরে সেখানে প্রবেশের অনুমতি পেয়েছেন মহিলারা।
4/7
কেরলের সবরীমলা শ্রী অয়প্পা মন্দির। সেখানে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষেধ।
5/7
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগা। সেখানে মহিলাদের প্রবেশাধিকার নেই।
6/7
কোলহাপুরের মহালক্ষ্মী মন্দির। এখানে মহিলাদের প্রবেশাধিকার ছিল না। অনেক আন্দোলনে পর এখন সেখানে ঢোকার অনুমতি পেয়েছেন মহিলারা।
7/7
ভারতের অন্যতম বড় মসজিদ দিল্লির জামা মসজিদে সূর্যাস্তের পর মহিলাদের প্রবেশের অনুমতি নেই।