২০১১-তে ‘বু: দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ডস কিউটেস্ট ডগ’ নামে একটি বইও প্রকাশিত হয়েছিল।
2/10
মালিক জানিয়েছেন, ‘বু’-এ মৃত্যু তাঁর পরিবারের কাছে খুবই দুঃখের বিষয়। কিন্তু খুশির বিষয় হল, ‘বু’ সঙ্গীবিচ্ছেদের যন্ত্রনা থেকে মুক্তি পেল।
3/10
সঙ্গীর মৃত্যুর পর ‘বু’ ভেঙে পড়েছিল, সম্ভবত এ জন্যই আর বেশিদিন বাঁচতে পারল না সে।
4/10
গত বছর ‘বু’-এর সঙ্গী কুকুরের মৃত্যু হয়। এরপর থেকেই বু-এর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এমনটা ‘বু’-এর মালিক জানিয়েছেন।
5/10
‘বু’-এর মার্কিন মালিক প্রায়ই ওই পেজে বু ও তার সঙ্গীদের ছবি শেয়ার করতেন।
6/10
তাই নয়, ফেসবুকে কুকুরটির নামে পেজও ভেরিফায়েড ছিল।
7/10
কুকুরের মালিক ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ‘বু’-এর মৃত্যুর খবর জানিয়েছেন।
8/10
এর থেকেই বোঝা যায়, ‘বু’ নামে কুকুরটির জনপ্রিয়তা।
9/10
ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা ১৬ লক্ষ।
10/10
ইন্টারনেটে কুকুরটির ছবি লক্ষ লক্ষ মানুষের মানুষের মন কেড়েছে। বিশ্বের সবচেয়ে ‘কিউট’ কুকুর দাবি করা হত তাকে। সম্প্রতি মারা গেল কুকুরটি। (সব ছবি ফেসবুক থেকে নেওয়া)