এক্সপ্লোর
বদলে যাচ্ছে পাসপোর্ট, জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
1/5

সম্প্রতি বিদেশ মন্ত্রক পাসপোর্ট সংক্রান্ত পরিবর্তনের কথা জানিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার বিভিন্ন পাসপোর্টের রঙ ভিন্ন হবে।ইসিআর স্টেটাসের পাসপোর্টের রঙ কমলা, ইসিএনআর স্টেটাসের পাসপোর্ট রঙ নীল হবে। পাসপোর্টের শেষ পাতা আর ছাপাই হবে না। ওই পাতায় গ্রাহকের ঠিকানা লেখা থাকত।
2/5

এবার অ্যাপের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন করা হবে। আগে এই কাজ করতে কয়েক মাস লেগে যেত। কিন্তু নয়া পদ্ধতিতে এই কাজ ১২ ঘন্টায় সম্পূর্ণ হয়ে যাবে। পুলিশ অনলাইনে আবেদনকারীদের বাড়িতে গিয়ে আঙুলের ছাপ ও ফটো নিয়ে অনলাইন ফিড করিয়ে দেবে। পাসপোর্টের শেষ পাতা ফাঁকা থাকার কারণে এটিকে আর ঠিকানার প্রমাণপত্র হিসেবে পেশ করা যাবে না। এই পাতায় অভিভাবকের নাম, পিতা, পত্নীর নাম ও পুরানো পাসপোর্টের নম্বর লেখা থাকত। বর্তমানে তিন রঙের পাসপোর্ট রয়েছে ভারতে। সরকারি আধিকারিকদের জন্য পাসপোর্টের রং সাদা, কূটনীতিকদের জন্য লাল এবং বাকি সব নীল রঙের।
Published at : 22 Jan 2018 07:23 PM (IST)
Tags :
PassportView More






















