Salary Hike: ৪% ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার, এবার থেকে ৪৬% ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
১) পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ৪ শতাংশ ডিএ বাড়িয়ে ৪৬ শতাংশ করল নরেন্দ্র মোদি সরকার। ফলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আরও বাড়ল ফারাক।
২) কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াতেই, রাজ্যকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য দিচ্ছে ৬ শতাংশ, আর কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার ৪৬ শতাংশ ডিএ দিচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ভোটের আগে চমক মোদি সরকারের।
৩) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে সিট পুনর্গঠনের নির্দেশ। তদন্তকারী দলকে শক্তিশালী করতে দিল্লির বাঙালি অফিসার স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
৪) বাইপাস সার্জারির দু’মাস পার। এখনও নাকি অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু? কী অবস্থা তাঁর, খোঁজ নিতে SSKM হাসপাতালে হাজির ইডি। চিকিৎসা সংক্রান্ত নথি চাওয়া হল।
৫) দুবাই যাওয়ার আগের দিনই গ্রেফতার রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর। সপরিবারে দুবাই যাওয়ার কথা ছিল, জানিয়েছেন বাকিবুরের স্ত্রী। দুবাইয়ে জোড়া ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। গ্রেফতারির আভাস পেয়েই কি তড়িঘড়ি সপরিবারে দেশ থেকে পালানোর ছক? প্রশ্ন ইডির।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, এক্স ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।