Daily Shironam: বিচারের দাবিতে কলকাতায় আছড়ে পড়ল প্রতিবাদ, কামদুনিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মহামিছিল
পর্ব সম্পর্কিত
বিচারের দাবিতে কলকাতায় আছড়ে পড়ল প্রতিবাদ। বিশিষ্টদের সঙ্গে পতাকা সরিয়ে পথে নামল বাম-কংগ্রেসও। কামদুনিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মহামিছিল।
তদন্তে গাফিলতির অভিযোগে ফের পথে নামল কামদুনি।
বিজেপির মিছিলের আগেই তৃণমূলের পতাকায় মুড়ল কামদুনি। শাসকের বিজয় সমাবেশ, কটাক্ষ শুভেন্দুর।
অভিযুক্তদের বাড়ির সামনে পুলিশ, আর আতঙ্কে নির্যাতিতার পরিবার, আক্রমণে শুভেন্দু।
বিচারের দাবিতে কামদুনির তেইশের মিছিলে দেখা নেই তেরোয় পা মেলানো অধিকাংশ বিশিষ্টের।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবরে জল্পনা। সুস্থ রয়েছেন বাবা, পরে ট্যুইট নন্দনা দেব সেনের।
১০০ দিনের কাজের টাকা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, মানল রাজ্য। দুর্নীতির অভিযোগে পাল্টা সিবিআইয়ের সওয়াল কেন্দ্রের।
৫৪ হাজার কোটির অডিট কোথায়? আর্থিক দুর্নীতি হলে সিবিআই হোক, হাইকোর্টে দাবি কেন্দ্রের। দিনের শেষে বলতে হবে মানুষেরই কথা, পাল্টা রাজ্য। সোমবার শুনানি।
রাজ্য-রাজ্যপাল সম্পর্কে কী নতুন সমীকরণ? জল্পনা বাড়িয়ে তৃণমূলের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লি গিয়ে শাহ-সাক্ষাতে বোস। পাল্টা কৃতজ্ঞতা জানালেন অভিষেক।
অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল। ১০০দিনের কাজের বকেয়ার দাবিতে তৃণমূলের ধর্না নিয়ে রিপোর্ট পেশ। জানালেন আইনশৃঙ্খলা পরিস্থিতিও।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসিকে কালো পতাকা। উপাচার্যর ঘরে গিয়ে বিক্ষোভ টিএমসিপি-র।