Daily Shironam : ভবানীপুরে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতার: ABP Live Podcast 10 September
Episode Description
১। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে এসে গণেশ চতুর্থীর শুভক্ষণে মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ সারলেন দুপুরেই।
২। ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা বিজেপিরও। মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সামশেরগঞ্জে পদ্ম-প্রার্থী মিলন ঘোষ, জঙ্গিপুরে সুজিত দাস।
৩। বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার আগরতলায় পদযাত্রা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ট্যুইট কুণাল ঘোষের।
৪। বীরভূমের কাঁকড়তলায় বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় চার্জশিট পেশ সিবিআই-এর। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৃতীয় চার্জশিট পেশ। আজ ওই মামলার শুনানি।






















