Daily Shironam : মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মুখ, আরও খবর : ABP Live Podcast
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম।
মমতার মন্ত্রিসভায় আসতে পারে ৮ নতুন মুখ। মন্ত্রী হচ্ছেন বাবুল, পার্থ, উদয়ন, স্নেহাশিস, প্রদীপ। তালিকায় সত্যজিৎ, বিপ্লব, তাজমুল। খবর সূত্রে।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর স্থলাভিষিক্ত হতে পারেন স্নেহাশিস চক্রবর্তী। তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী পার্থ ভৌমিক। সম্ভাব্য পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার।
কলকাতায় অর্পিতার একের পর এক ফ্ল্যাটে তল্লাশির পর এবার নজরে শান্তিনিকেতনের ‘অপা’। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান ইডির। মাটি খুঁড়ে তল্লাশি।
পার্থ-অর্পিতাকে আজ ফের আদালতে পেশ। তার আগে জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা। আরও জেরার প্রয়োজন, আবার হেফাজতে চাইতে পারে ইডি, খবর সূত্রের।
চারদিকে এত টাকার অপচয়, উত্তেজনার বশে করে ফেলেছি। পার্থকে জুতো ছুড়ে মন্তব্য শুভ্রার।
সল্টলেকে টেট-চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দ্রুত নিয়োগের দাবিতে পিএসসি-র সামনে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ।
গরু পাচারকাণ্ডে এবার বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের হানা। সিউড়িতে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। ৬ দলে ভাগ হয়ে অভিযান।
পাঞ্জাবের পর দিল্লি পুলিশের বাধার মুখে বাংলার সিআইডি। ঝাড়খণ্ডের বিধায়ক-কাণ্ডের তদন্তে গিয়ে আটকে ৪ অফিসার। জট কাটাতে যাচ্ছেন রাজ্য পুলিশের ৩ শীর্ষ কর্তা।
পুলিশ রাষ্ট্রে পরিণত করতে চাইছে মোদি সরকার। দিল্লি পুলিশের সিআইডি-কে তদন্তের বাধার অভিযোগে তোপ তৃণমূলের। রাজ্যসভা থেকে ওয়াকআউট। আদালতে যাক, পাল্টা বিজেপি।
মার্কিন স্পিকারের তাইওয়ান সফর ঘিরে চড়ছে পারদ। হুঙ্কার দিয়ে সীমান্তের আকাশে চিনা যুদ্ধবিমানের মহড়া। পাল্টা রওনা হল ২২টি মার্কিন যুদ্ধবিমান।
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের মিক্সড ইভেন্টে রুপো ভারতের। সিন্ধু জিতলেও, হারল পুরুষ টিম। ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ জিতে তালিকার ৬ নম্বরে ভারত।






















