ডেইলি শিরোনাম (29.03.22) : বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিনেও বিক্ষিপ্ত অশান্তি : ABP Live Podcast
Episode Description
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজও বিক্ষিপ্ত অশান্তি। দুর্গাপুরে অবরোধ, রাস্তায় জ্বলল টায়ার। নামল কমব্যাট ফোর্স। বহরমপুরে তুমুল উত্তেজনা। কোচবিহারে ধাক্কাধাক্কি। গাঙ্গুলিবাগানে ধর্মঘটীদের সঙ্গে তরজা যাত্রীর। মেদিনীপুরে নামানো হল বাসযাত্রীদের। বাঘা যতীন, হালতু-সহ কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল-অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় সংস্থাদের দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্থা। বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার। দিলেন প্রগতিশীল শক্তিগুলির একজোট বৈঠকের ডাক।
মতুয়া ধর্ম মহামেলায় আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ২৪ পরগনার শ্রীধাম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মহামেলার উদ্যোক্তা মতুয়া মহাসঙ্ঘ।
৮ দিনে পেট্রোলের দাম বাড়ল লিটারে ৫ টাকার বেশি। ডিজেলের দাম বাড়ল ৪ টাকা ৮৩ পয়সা। ৩১ মার্চ থেকে দেশজুড়ে আন্দোলনে কংগ্রেস। সংসদের ২ কক্ষে নোটিস দিল তৃণমূল ও কংগ্রেস।






















