Daily Shironam: সিবিআই জালে অনুব্রত, গুড়-বাতাসা-নকুলদানা বিলি বিজেপির
Episode Description
সিআরপি-র ১০০ জওয়ান দিয়ে বোলপুরের বাড়ি ঘিরে অনুব্রতকে গ্রেফতার করল সিবিআই। গরু পাচার মামলায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পাকড়াও।
পার্থকে গ্রেফতারির পর সব পদ থেকে সরাতে লেগেছিল ৬ দিন। অনুব্রতর ক্ষেত্রে কী করবে তৃণমূল? প্রশ্ন বিরোধীদের। সঠিক সময়ে সিদ্ধান্ত, প্রতিক্রিয়া শাসক দলের।
সিবিআই জালে অনুব্রত। জেলায় জেলায় গুড়-বাতাসা-নকুলদানা বিলি বিজেপির।
কয়লাপাচার কাণ্ডে তৎপর ইডি। জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র-সহ ৮ আইপিএসকে দিল্লিতে তলব। ১৫ অগাস্টের পর হাজির হতে নোটিস।
এসএসসি দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ ও অশোক সাহার সিবিআই হেফাজত। ১৭ অগাস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ আদালতের। টেট দুর্নীতি মামলায় আজ ফের মানিক ভট্টাচার্যকে তলব ইডির। সব নথি নিয়ে অপসারিত পর্ষদ সভাপতিকে সিজিও কমপ্লেক্সে তলব।
শৌচাগারের কল খুলে রাখা নিয়ে বিবাদের জের। হাওড়ায় এক পরিবারের চারজন খুন! গ্রেফতার বধূ। উদ্ধার অস্ত্র।
হেয়ার স্ট্রিটে ব্যবসায়ীকে খুনের অভিযোগ। ছিলেন একাধিক সংস্থার ডিরেক্টর। লেনদেন হত কোটি কোটি টাকার। গণ্ডগোল ছিল অংশিদারি নিয়েও। দাবি পরিবারের।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি।






















