Daily Shironaam: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। বাহিনী মামলায় রাজ্য ও কমিশনের এসএলপি খারিজ | ABP Ananda LIVE
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
রথের রশিতে টান। স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের নবযৌবন বেশ। জমজমাট পুরী।
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। বাহিনী মামলায় রাজ্য ও কমিশনের এসএলপি খারিজ। বহাল হাইকোর্টের নির্দেশ। পঞ্চায়েত ভোটে সর্বত্র মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়, কড়া মন্তব্য আদালতের। অতিরিক্ত বাহিনীর প্রয়োজন, সওয়াল করছে কমিশন। তাও কীভাবে হাইকোর্টের নির্দেশের বিরোধিতা? প্রশ্ন সুপ্রিম কোর্টের।
বড়ঞায় প্রতীক জমা দিতে গিয়ে বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস। ফাটল কর্মীর মাথা। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন তুলতে হুমকি, বাইক বাহিনীর দাপাদাপি! তাড়া করলেন সুকান্ত। বাইক-গাড়ি ফেলেই চম্পট দিল দুষ্কৃতীরা! (অ্যাম্বি)
বাইক বাহিনীকে তাড়া সুকান্তর
দিনহাটা, ভাঙড়, রহড়ায় আক্রান্ত সিপিএম প্রার্থী। মনোনয়ন তুলতে চাপ দিয়ে মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর বাড়িতে পোস্টার।
মনোনয়নে সন্ত্রাস। হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। ভাঙড়-কাশীপুর-বসিরহাটে মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। ১০ দিনে রাজ্যের জবাব তলব।
ফের উত্তপ্ত দিনহাটা। এবার তৃণমূল কর্মীর গলায় কোপ। গতকাল তৃণমূল প্রার্থীর স্বামী গুলিবিদ্ধ হওয়ার পর আজ এলাকা থমথমে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ।
নৌশাদকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পান। ভাঙড়ের বিধায়কেরও নিরাপত্তা প্রয়োজন। কতজন জওয়ান থাকবেন, কেন্দ্রকে ঠিক করার নির্দেশ।
মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় ডিজিকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের।এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে তদন্তের দায়িত্ব দিতে নির্দেশ। ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে।
মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। বিধানসভা থেকে মিছিল শুভেন্দুদের। পাল্টা পথে নেমে প্রতিবাদ তৃণমূলের।
করমণ্ডল বিপর্যয়ের তদন্তে তল্লাশি অভিযানে সিবিআই। ওড়িশা ছাড়াও তল্লাশি হুগলি, পশ্চিম মেদিনীপুরে। সিগন্যাল বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ারের ডানকুনির বাড়ি সিল।
নিয়োগ দুর্নীতিতে এবার শেয়ার কেনাবেচা যোগ? ইডি-র স্ক্যানারে সুজয়কৃষ্ণ ভদ্রর একাধিক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রচুর শেয়ার ট্রেডিং হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আরতির পর রথের রশিতে টান মমতার।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















