Daily Shironam : নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে গ্রামবাসীদের ওপর এলোপাথাড়ি গুলি অসম রাইফেলসের, অন্তত ১৩ জনের মৃত্যু: ABP Live Podcast 5 December
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে গ্রামবাসীদের ওপর এলোপাথাড়ি গুলি অসম রাইফেলসের। অন্তত ১৩ জনের মৃত্যু। পাল্টা অসম রাইফেলসের গাড়িতে আগুন বিক্ষোভকারীদের, মৃত এক জওয়ানও।
গুলিকাণ্ডে তদন্তের নির্দেশ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর। দুঃখপ্রকাশ বাহিনীর। পূর্ণাঙ্গ তদন্তের দাবি মমতার। জবাবদিহি করতে হবে কেন্দ্রকে, ট্যুইট রাহুল গাঁধীর। বিস্তারিত তদন্ত হবে, আশ্বাস অমিত শাহের।
গভীর নিম্নচাপে পরিণত হয়ে পুরী হয়ে পারাদ্বীপের পথে জওয়াদ। শক্তিক্ষয় করে এগোবে বাংলায় উপকূলের দিকে। মধ্যরাতে পরিণত হবে নিম্নচাপে। ৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।






















