এক্সপ্লোর
ডেইলি শিরোনাম
uttar pradesh, ABP Live Podcast & Daily Shironam
ডেইলি শিরোনাম (4 October) কৃষক মৃত্যুতে অগ্নিগর্ভ লখিমপুর, আরও খবর : ABP Live Podcast
Episode Description
Hello, দেখুন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে ।
- উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক মৃত্যুর পর অগ্নিগর্ভ পরিস্থিতি। রাস্তায় রাস্তায় পুলিশের ব্যারিকেড। ইতিমধ্যে লখিমপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট। লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। দেওয়া হয়েছে খুনের দ্বারা। পুলিশের তরফে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ৮ জনের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। খেরিতে যাওয়ার পথে প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে, কংগ্রেসের দাবি। সীতাপুরে পুলিশের হেফাজতেই অনশনে প্রিয়ঙ্কা। লাশের রাজনীতি, অভিযোগ বিজেপির
- প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নজরবন্দি। রাস্তা আটকাতে ট্রাক। লখনউয়ে বাড়ির বাইরে বেরিয়ে বাধা পেয়ে রাস্তায় ধর্নায় অখিলেশ। বিক্ষোভ সমর্থকদের। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের লখিমপুরে যেতে দিচ্ছে না যোগী সরকার। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়ার বিমানকে লখনউতে নামতে না দেওয়ার নির্দেশ। লখিমপুরের উদ্দেশে রওনা তৃণমূলের ৫ সাংসদেরও
- গভীর রাতে হেফাজতে থাকা আরিয়ানকে ফোন শাহরুখের। মিনিট দুয়েক কথা। খবর সূত্রের। জিজ্ঞাসাবাদের সময় শুধুই কাঁদছেন শাহরুখ-পুত্র। ছেলের মাদক সেবনের বিষয়ে জানতেন শাহরুখ-গৌরী, দাবি এনসিবির। শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর এবার এনসিবি-র জালে এক মাদক পাচারকারী। প্রমোদতরীতে হানার পর গতকাল রাতে মুম্বইয়ের বান্দ্রা, আন্ধেরি এবং লোখাণ্ডওয়ালায় তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকেই ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে, খবর সূত্রে।
আরও দেখুন
Advertisement






















