West Bengal News : ওড়িশার তালসারির সি বিচ থেকে উদ্ধার বিশ্বভারতীর বিদেশি গবেষক, অপহরণের অভিযোগে গ্রেফতার ১২
Episode Description
বিশ্বভারতীতে নিখোঁজ, মিলল ওড়িশার তালসারির সি বিচে। উদ্ধার বিশ্বভারতীর বিদেশি গবেষক। অপহরণের অভিযোগে ২ জেলার মোট ১২ জন গ্রেফতার।
৭২ ঘণ্টায় নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা। দিঘায় বেড়াতে যাবে বলে বিএমডব্লুর আবদার চালকের। দিতে না চাওয়ায় পাঁচিল টপকে ঢুকে শ্বাসরোধ করে খুন, দাবি পুলিশের। বৃদ্ধকে খুনের পর গ্যারাজ খুলে গাড়ি নিয়ে দিঘায় চম্পট। বন্ধুদের সঙ্গে ফুর্তি করে ফেরার পথে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার গাড়িচালক সৌরভ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে পাকড়াও।
রাতের ঘুমের ব্যাঘাত ঘটায় বাগুইআটির অভিজাত আবাসনে ৭০ বছরের অসুস্থ বৃদ্ধাকে খুন! গ্রেফতার আয়া। সিসি ক্যামেরায় বন্দি মারধরের ছবি।
নরেন্দ্রপুরে যুবক খুনের ১ মাস ১০ দিনের মাথায় প্রথম গ্রেফতার। কুলতলি থেকে পাকড়াও এক। অধরা আরও ২। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতের দ্বারস্থ মৃতের পরিবার।






















