Ghanta Khanek Sange Suman: লাইভ স্ট্রিমিংয়ে রাজি নয় নবান্ন, ভেস্তে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman: লাইভ স্ট্রিমিংয়ে রাজি নয় নবান্ন, ভেস্তে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক। নবান্নের দরজা থেকে ফিরে আসতে হল আন্দোলনকারীদের। "আন্দোলনের রাস্তা থেকে সরছি না," সাফ জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। কর্মবিরতিতে কারা? মেডিক্যাল কলেজগুলোর কাছে জুনিয়র ডাক্তারদের নাম চাইল স্বাস্থ্যভবন। ‘একজন জুনিয়র সাসপেন্ড হলেও কাজ বন্ধ করে দেব’, হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। আর জি করকাণ্ডে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ CBI-এর। তৎপর ED-ও, সন্দীপের বাড়ি-সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান।
আরও খবর...
আর জি কর-কাণ্ডে এবার দিল্লি দরবারে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল জুনিয়র ডাক্তারদের। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও ইমেল আন্দোলনকারীদের ।'সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব', সরকারি হাসপাতালে মহিলা কাজের পরিবেশ উদ্বেগজনক, দাবি আন্দোলনকারীদের।
আর জি কর-কাণ্ডে এবার নারকো টেস্টের ভাবনা সিবিআইয়ের। পলিগ্রাফের পর ধৃত সঞ্জয় রায়ের নারকো টেস্টের ভাবনা। চিকিৎসক ধর্ষণ-খুনের তথ্য যাচাইয়ে নারকো টেস্টের ভাবনা। শিয়ালদা আদালতে আবেদন সিবিআইয়ের, আজ শুনানি