Ghantakhanek Sange Suman (২৪.০৫.২৪): নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী খুনে এখনও অধরা দুষ্কৃতীরা
পর্ব সম্পর্কিত
ABP Ananda Live: মহিলা বিজেপি কর্মী খুন ঘিরে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। সেই ঘটনার ২৪ ঘণ্টা পর, নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজারে শুক্রবার সকালে যেন শ্মশানের শান্তি!!!সকাল থেকেই দোকানপাট একটাও খোলেনি এলাকায়। রাস্তাঘাটও একেবারে শুনশান। মাঝেমধ্যে শুধু শোনা যাচ্ছে পুলিশে ভারী বুটের আওয়াজ। এরইমধ্য়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের আর্তনাদ থামছে না। তাদের একটাই দাবি, মায়ের খুনিদের শাস্তির দাবি। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মী রথীবালা আড়িকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এখবর জানাজানি হতেই তুলকালাম শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম থানায় যান শুভেন্দু অধিকারী।কিন্তু খুনের দেড় দিন বাদেও সোনাচূড়ার বিজেপি কর্মী রথিবালা আড়ি খুনে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আর এখানেই মারাত্মক অভিযোগ তুলেছে পরিবার। তাদের অভিযোগ খুনে অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ রয়েছে। ২৪ ঘণ্টা পরও বিজেপি কর্মী খুনে গ্রেফতার শূন্য। 'লজ্জা করছে এই সরকার শাসনে আছে'। কড়া প্রতিক্রিয়া নিহতের পরিবারের সদস্যদের