Jukti Takko: কতদূর যায় নাগরিক-স্বর, বুঝিয়ে দিল আর জি কর।পথে প্রতিবাদের ঝড়, ভাঙতে পারবে দানব-গড়? | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
ABP Ananda LIVE: কতদূর যায় নাগরিক-স্বর/ বুঝিয়ে দিল আর জি কর/ পথে প্রতিবাদের ঝড়/ ভাঙতে পারবে দানব-গড়? কী বলছেন অভয়ার বাবা ও মা ? অন্যান্য বক্তা — দেবাশিস হালদার, জহর সরকার, আখতার আলি, মোনালিসা মাইতি, সুমন বন্দ্যোপাধ্যায় , রুদ্রনীল ঘোষ, অভিজিৎ চৌধুরী, সুবর্ণ গোস্বামী।'
আরও খবর..
ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। ৮ ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত চিকিৎসকদের। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের।
ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, পাল্টা আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও একটা থ্রেট কালচার। হাসপাতালে মানুষ সিনেমা দেখতে যায় না, পরিষেবা নিতে যায়। ২ দিনের মধ্যে ১৪ অগাস্টের লোক করে দেখিয়ে দিক, চ্যালেঞ্জ কল্যাণের।
বিচারের দাবিতে ৫৪ দিন, ডাক্তারদের ডাকে ফের মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন-মহাসমাবেশের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে কাল ফের মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। মহালয়ায় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের।মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের নাগরিক মিছিলে এক লক্ষ মানুষের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে যোগ দিচ্ছে ৫৫টি সংগঠন।