Durga Puja 2022: হাতে একতারা, বাউল গানে বাজিমাৎ, অনন্যার সঙ্গে পুজোর আড্ডা | Ananya Chakraborty Interview I ABP Live Podcast
পর্ব সম্পর্কিত
মিষ্টি মেয়ে অনন্যা। নিজের সুরেলা কণ্ঠে মন জয় করেছেন সকলের।সর্বদা হাসি-খুশি,একদম হাটকে একটা লুক তাঁর মধ্যে। তবে বাস্তব জীবনে অনন্যা ঠিক কিরম!তাঁর পুজোয় ঘোরার প্ল্যানগুলো কি কি? আর কেমন কাটছে তাঁর দূর্গাপুজোর দিনগুলি? এইসমস্ত শুনে নিন খোদ গায়িকার থেকে, আজকের এই বিশেষ দিনে পুজো আড্ডায় রয়েছে বিশেষ অতিথি,বঙ্গতনয়া বিশিষ্ট গায়িকা অনন্যা চক্রবর্তী।
শারদীয়ার আড্ডা এবিপি লাইভ পডকাস্টের একটি পুজো আড্ডা-গপ্পো এবং বিনোদনমূলক অনুষ্ঠান। যেখানে আপনি দেখতে পারবেন আপনার প্রিয় তারকাদের, জেনে নিতে পারবেন তারকাদের পুজো প্ল্যান থেকে শুরু করে তাঁদের সম্পর্কে টক,ঝাল,মিষ্টি নানান খুঁটিনাটি কাহিনী।শারদীয়ার আড্ডা আপনাকে নিয়ে যাবে আপনার প্রিয় তারকার খুব কাছে, জানান দেবে তাঁদের সম্পর্কে বহু অজানা তথ্য ও কাহিনী,আর তার সাথেই জমিয়ে হবে পুজোর আড্ডা। আজ আড্ডায় ‘সারেগামাপা’ খ্যাত অনন্যা।