Shani Dev: শনিবার কাউকে না বলে করুন এই কাজগুলি, শনির সন্তুষ্টিতে সমস্যা-মুক্ত হবে জীবন
Shani Puja: শনিবারে কিছু ক্ষতি হলে, এটি একটি লক্ষণ যে শনিদেব কোনও না কোনও কারণে আপনার উপর ক্রুদ্ধ
কলকাতা : শনিদেব যদি ভাল কাজের ভাল ফল দেন, তাহলে খারাপ কাজের শাস্তি দিতেও পিছপা হন না। শনিদেব ক্রুদ্ধ হলে জীবনে অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে এবং জীবনে সমস্যার শেষ থাকে না। আপনার সঙ্গেও যদি এমন কিছু ঘটে থাকে বা বিশেষ করে শনিবারে কিছু ক্ষতি হয়, তবে এটি একটি লক্ষণ যে শনিদেব কোনও না কোনও কারণে আপনার উপর ক্রুদ্ধ। তাই, আপনি যদি শনিকে খুশি করতে চান এবং তাঁর আশীর্বাদ পেতে চান, তবে শনিবার কাউকে না বলে অবশ্যই করুন এই কাজগুলি।
শনিবারের উপায় -
- শনিবার আমিষ ত্যাগ করুন এবং সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করুন। এই দিনে, কালো গোরুকে উরদের ডাল বা তিল খাওয়ান।
- শনিবার, ব্রাহ্ম মুহূর্ত। অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। এরপর সেই গাছ স্পর্শ করে প্রণাম করে সাতবার প্রদক্ষিণ করুন। এই প্রতিকারে শনি মহারাজও দ্রুত প্রসন্ন হন।
- ঋণের বোঝা বেড়ে গেলে তা থেকে মুক্তি পেতে শনিবার একটি কালো গোরুকে লাড্ডু খাওয়ান এবং কপালে কুমকুম তিলক লাগিয়ে পুজো করুন। এতে ঋণ থেকে মুক্তি মিলবে।
- শনিদেবকে খুশি করতে শনিবার সরিষার তেল নিয়ে তাতে মুখ দেখে তারপর এই তেল দান করুন।
- শনিবার সন্ধেয় অশ্বত্থ গাছের নীচে সরিষার তেলের ৯টি প্রদীপ জ্বালিয়ে চারপাশে প্রদক্ষিণ করুন। এর পর শনিদেবের প্রার্থনা করুন। এই প্রতিকার মেনে চললে ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- শনিবার কাউকে না বলে তিল, কালো উরদ, তেল, গুড়, কালো কাপড় বা লোহা দান করুন। শাস্ত্রে বলা আছে যে, সেই দান করলেই ফল পাওয়া যায়, যা নিঃস্বার্থভাবে এবং গোপনে করা হয়।
আরও পড়ুন ; ২০২৪ এ শনির প্রভাবে কাদের সৌভাগ্য জোয়ার, কাদের কপালে কঠিন সময়?
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
২০২৪-এ সত্যিকারের প্রেমের হদিশ পাবেন এই রাশির জাতকরা, জীবন ভরে উঠবে রোম্যান্সে