এক্সপ্লোর
Advertisement
Dhanteras 2023 : ধনতেরসে লক্ষ্মীপুজো তো করবেনই, কিন্তু কঠোরভাবে মেনে চলুন এই ১০ টি বাস্তু টিপস
Dhanteras 2023 10 Vastu Tips : বাড়িতে ধনলক্ষ্মীর আরাধনা তো করবেনই, সেই সঙ্গে মনে রাখতে হবে বাস্তু সংক্রান্ত কিছু পরামর্শ। খুব কঠিন কিছু নয় । হাতের কাছেই থাকে সব উপাদান।
উত্তর ভারতের ধনতেরসই বাংলার ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে। কেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। এদিন বাড়িতে ধনলক্ষ্মীর আরাধনা তো করবেনই, সেই সঙ্গে মনে রাখতে হবে বাস্তু সংক্রান্ত কিছু পরামর্শ। খুব কঠিন কিছু নয় । হাতের কাছেই থাকে সব উপাদান।
- হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নের বিশেষ মাহাত্ম্য আছে। হলুদ এবং চালের গুঁড়ো মিশিয়ে নিন। তা দিয়ে বাড়ির প্রধান প্রবেশপথে একটি স্বস্তিক প্রতীক আঁকুন। মনে করে মূল দ্বারের বাঁদিকে আঁকবেন স্বস্তিকটি। আর এমনভাবে আঁকবেন তা যেন সকলের চোখে পড়ে। এতে করে সব নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে বাড়িতে প্রবেশ করে শুভ শক্তি।
- এদিন জলে নুন দিয়ে ঘর পরিষ্কার করুন। এই জল নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস।
- ধনতেরস পূজার জন্য বাড়ির উত্তর-পূর্ব কোণ বেছে নিন। সম্ভব হলে মূর্তিগুলির অবস্থান যেন এমন হয়, যাতে তারা পূর্ব দিকে মুখ করে থাকে। পুজো করার সময় উত্তর দিকে মুখ রাখুন।
- বাঙালিরা যে কোনও লক্ষ্মী পুজোতেই দোরে মা-লক্ষ্মী পদচিহ্ন আঁকেন। এই পদচিহ্নের স্টিকার কিনতেও পাওয়া যায়। আবারলাল-চন্দনে এঁকেও নেওয়া যেতে পারে। ট
- দোরে সাজিয়ে রাখুন আম্রপল্লবের মালা। দরজার উপরের দিকে ঝুলিয়ে রাখা যেতে পারে। এটি অত্যন্ত শুভ।
- ঐতিহ্য অনুসারে, এদিন গনেশ এবং দেবী লক্ষ্মীদেবীর মাটি বা রুপো বা অন্য কোনও ধাতব মূর্তি পুজো করেন এদিন। যদি আপনি পটে পুজো করেন, তাহলে আগে পরিশুদ্ধ কাপড়ে ঠাকুরের পট পরিষ্কার করুন।
- ঘরে পজিটিভ শক্তিকে আমন্ত্রণ জানানোর উপায় হল, বাড়ি পরিষ্কার রাখা। সেই সঙ্গে ধুনো দিতে পারেন।
- এই দিনে দেবী লক্ষ্মীকে তিনটি রূপে পুজো করা যেতে পারে। দেবী মহালক্ষ্মী, মহাকালী এবং দেবী সরস্বতী। ভগবান কুবের এবং গণেশেরও উপাসনা করা হয় এদিন।
- দুয়ারের বাঁ-দিকে জ্বালান একটি প্রদীপ।
- এছাড়া রাখুন একটি তুলসী গাছ। কারণ যেখানে নারায়ণের অবস্থান, সেখানেই স্থির হন মা-লক্ষ্মী। তাই তাঁদের প্রিয় তুলসী গাছ থাকুন দোরে।
- আর মনে করে পুজো সারার পর এই সব সামগ্রী ঘরে তুলুন। বাইরে ফেলে রাখবেন না।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন :
ধনতেরসে ভুলেও করবেন না এই কাজ, অক্ষরে অক্ষরে পালন করুন এই নিয়ম
পুজো পরব (Religion) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement