এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dhanteras 2023 : ধনতেরসে ভুলেও করবেন না এই কাজ, অক্ষরে অক্ষরে পালন করুন এই নিয়ম
দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস।
![দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/ca7cfba2872b18a0b7f2e95083626f7b169923953287153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনতেরসে ভুলেও করবেন না এই কাজ
1/9
![কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এই দিন ধনলক্ষ্মীর আরাধনা করে গৃহস্থ। আর ধনতেরসের সঙ্গে কীভাবে যেন জড়িয়ে গিয়েছে সোনা কেনা রীতিও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/b8c12f6b70b52d0547bc4757d68485009760e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এই দিন ধনলক্ষ্মীর আরাধনা করে গৃহস্থ। আর ধনতেরসের সঙ্গে কীভাবে যেন জড়িয়ে গিয়েছে সোনা কেনা রীতিও।
2/9
![দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/401959df25a3dfef798ab806d2cd0959f28c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ।
3/9
![কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/7012e21f10dfd676664d9890ab7cb5997df0f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা।
4/9
![ধনতেরাসের দিন বিভিন্ন জিনিস কেনার রীতি রয়েছে। যেমন- সোনা, রূপা, পিতল, ঝাড়ু, বাসনপত্র ইত্যাদি। এমনটা মনে করা হয় যে, বিশেষ এই দিনে সংশ্লিষ্ট এই জিনিসগুলি কিনলে ঘরে সমৃদ্ধি আসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/5ccd8dd54fece3c5939c562256ae61aa1ce6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনতেরাসের দিন বিভিন্ন জিনিস কেনার রীতি রয়েছে। যেমন- সোনা, রূপা, পিতল, ঝাড়ু, বাসনপত্র ইত্যাদি। এমনটা মনে করা হয় যে, বিশেষ এই দিনে সংশ্লিষ্ট এই জিনিসগুলি কিনলে ঘরে সমৃদ্ধি আসে।
5/9
![এটাও বলা হয় যে, ধনতেরাসে পুজো করলে ধন ও স্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায়। তবে এই দিনে এমন কিছু কাজ আছে যা করা উচিত নয়। মনে করা হয়, এই দিনে কয়েকটি কাজ করলে সারা বছরই সমস্যায় পড়তে হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/92270512c2d3f28266e6e7f7da93b2ffac804.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এটাও বলা হয় যে, ধনতেরাসে পুজো করলে ধন ও স্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায়। তবে এই দিনে এমন কিছু কাজ আছে যা করা উচিত নয়। মনে করা হয়, এই দিনে কয়েকটি কাজ করলে সারা বছরই সমস্যায় পড়তে হয়।
6/9
![ধনতেরাসের দিন থেকেই দেবী লক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে। এই পুজো দিয়েই শুরু হয় দীপাবলি। তাই সন্ধ্যার সময় ভুলেও ঘর খালি রেখে বের হওয়া উচিত নয়। নাহলে মা লক্ষ্মী রাগ করবেন। কোনও না কোনও সদস্যকে এই দিনে বাড়িতে থাকতে হবে। আর মূল দরজা খোলা রাখতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/48ecfbe6add18ec748c74bd1a0b52999359a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনতেরাসের দিন থেকেই দেবী লক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে। এই পুজো দিয়েই শুরু হয় দীপাবলি। তাই সন্ধ্যার সময় ভুলেও ঘর খালি রেখে বের হওয়া উচিত নয়। নাহলে মা লক্ষ্মী রাগ করবেন। কোনও না কোনও সদস্যকে এই দিনে বাড়িতে থাকতে হবে। আর মূল দরজা খোলা রাখতে হবে।
7/9
![ধনতেরাসের দিন, দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বাতিতে একটি মুদ্রা রাখুন। প্রদীপ জ্বালানোর পর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের ধ্যান করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/8175f587772e525340f7b3da263f72f2a10c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনতেরাসের দিন, দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বাতিতে একটি মুদ্রা রাখুন। প্রদীপ জ্বালানোর পর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের ধ্যান করুন।
8/9
![ধনতেরসের দিন পাঁচটি প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর কাছে তা রাখুন। এর পরে, মূল দরজা এবং জলের জায়গার কাছে একটি করে প্রদীপ জ্বালান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/6fe688ec7e442aa0d567f1318578e062ef1a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনতেরসের দিন পাঁচটি প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর কাছে তা রাখুন। এর পরে, মূল দরজা এবং জলের জায়গার কাছে একটি করে প্রদীপ জ্বালান।
9/9
![ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/2cf701c53c4f2b94844303aa590ad3d7f4280.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 06 Nov 2023 08:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)