Hanuman Ji Puja : বাড়ির কোন দিকে হনুমানের কোন মূর্তি প্রতিষ্ঠা করা শুভ? কোন মন্ত্র জপলেই সঙ্কটনাশ?
Panchamukhi Hanuman Puja : কোন ধরনের হনুমান মূর্তির পুজো করবেন ? কীভাবে স্থাপন করবেন বজরঙ্গবলীর মূর্তি ? কীভাবেই বা পুজো করবেন?
Hanuman Ji: মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, জীবনে যখনই কোনও বড় সমস্যা আসে বা কোনো গ্রহগত ত্রুটি দেখা দেয়, তখনই একাগ্র চিত্তে হনুমানজিকে স্মরণ করলে সব ধরনের বাধা দূর হয়। কিন্তু কোন ধরনের হনুমান মূর্তির পুজো করবেন ? কীভাবে স্থাপন করবেন বজরঙ্গবলী মূর্তি ? কীভাবেই বা পুজো করবেন?
মনে করা হয়, বাড়িতে পঞ্চমুখী হনুমান প্রতিষ্ঠা করা খুবই ভাল। তাহলে সঞ্কটমোচন চারিদিক থেকে আসা , সবরকম নেগেটিভ শক্তি দূর করে দেন। হনুমানজিকে রুদ্রাবতারও বলা হয়। তাঁর উত্তরে রয়েছে কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহমুখ। মনে করা হয় উত্তর দিকে হনুমান মূর্তি স্থাপন করলে ও পুজো করলে কোনও ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হয় । এই দিকে মুখ করে ভগবানের আরাধনা করলে মানুষ শুধু সম্পদ, সমৃদ্ধি, প্রতিপত্তি, দীর্ঘায়ু লাভ করে না, রোগ থেকেও মুক্তি পায়। গোস্বামী তুলসীদাস হনুমান চালিসায় শ্রী হনুমানজি সম্পর্কেও লিখেছেন, সংকট ক(হ)টৈ মিটৈ সব পীরা । জো সুমিরৈ হনুমত বল বীরা ॥ যার অর্থ, হনুমানজিক পুজো করলে , সমস্ত বিপদ দূর হয়ে যাবে এবং সমস্ত ব্যথা অদৃশ্য হয়ে যাবে।
বাড়ির উত্তর দিকে হনুমানজির মূর্তি বা ছবি রাখলে এবং তাঁর পুজো করলে হনুমান জি শুধু তাঁর আশীর্বাদই করেন না, সেই বাড়িতে কোনও ধরনের বাস্তু দোষ থাকলে তাও আপনা-আপনি দূর হয়ে যাবে।
কীভাবে মঙ্গলবার পুজো করবেন হনুমান?
- মঙ্গলবার দিন স্নান করে উঠে পুজো করতে হবে ।
- শুদ্ধবস্ত্রে একটি চৌকি নেবেন, তার ওপর একটি লাল কাপড় পাতবেন।
- পঞ্চমুখী হনুমানজিকে সেই আসনের উপর রাখবেন ।
- ধূপ দীপ জ্বালিয়ে লাড্ডু নিবেদন করবেন। ফুল- তুলসী পাতা দিয়েপুজো করবেন।
- তারপর হনুমান চল্লিশা পাঠ করতে হবে।
- এরপর করবেন সেই বিশেষ উপায়। দেখে নেওয়া যাক উপায়টি কী।
- পঞ্চমুখী হনুমানের ছবি আপনার সুবিধা মতো যে কোনো দিকেই রাখতে পারেন।
- ঠাকুর ঘরে লাল ধুতি পরা হনুমানের ছবি রাখলে তা জ্ঞানলাভের সহায়ক হয়।
কী মন্ত্র পড়বেন ?
- ওঁ নমো হনুমতে রুদ্রাবতারায় রামদূতায় স্বাহা
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।