Jagaddhatri Puja : শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো, কখন শুরু নবমীর অঞ্জলি?
Jagaddhatri Puja Rituals : রামকৃষ্ণদেব মনে করতেন, মানুষের মন তো হাতির মতোই মত্ত, তাকে বশে আনতে পারলেই মনে জগদ্ধাত্রী উদয় হন।

কলকাতা : দুর্গাপুজো , কালী পুজোর পর আরও এক রূপে দেবী মহামায়ার পুজো। দেবী জগদ্ধাত্রী। দেবী সিংহবাহিনি। অসুর নিধনকারী। চার হাতে শোভা পায় শঙ্খ, চক্র, ধনুক ও বাণ । গলায় নাগযজ্ঞোপবীত। মাথায় শিবের ন্যায় অর্ধ্বচন্দ্র। সদ্য ওঠা সূর্যের মতো কাঞ্চনবর্ণা দেবী জগদ্ধাত্রী।
দেবীমূর্তি নিরীক্ষণ করলে দেখা যাবে, সিংহবাহিনী এখানে এক হাতিকে নিধন করছেন। হাতির প্রতিশব্দ করী। বিশ্বাস, মহামায়ার সঙ্গে অসুরের লড়াইয়ের সময় নানারূপ ধরেছিল অসুর। মহিষরূপী অসুরকে নিধন করেছিলেন দেবী দুর্গা। আর দেবী জগদ্ধাত্রী করী বা হাতির রূপে ধেয়ে আসা করীন্দ্রাসুরকে বধ করেছিলেন। সেই কারণে তাঁকে বলা হয় করীন্দ্রাসুরনিসূদিণী।
কেউ কেউ বলেন, মহিষাসুর নিধনের পর দেবমহলে অহমিকা দূর করতেই আবির্ভাব জগদ্ধাত্রীর। দেবতাদের আস্ফালন দেখে দেবী একটা ঘাসের টুকরো ছুড়ে দেন দেবতাদের দিকে। ইন্দ্র বজ্র নিয়ে এসেও সেই টুকরোকে নষ্ট করতে পারেননি। বায়ু পারেননি ওড়াতে। অগ্নি পারেননি পোড়াতে।বরুণদেবও ভাসিয়ে দিতে পারলেন না। দেবতাদের এই অবস্থা দেখে শেষে তাঁদের সামনে আসেন দেবী জগদ্ধাত্রী।
রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়, 'মন করীকে যে বশ করতে পারে যে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন।' আসলে মানুষের মন তো হাতির মতোই মত্ত, তাকে বশে আনাই কঠিন ! মা জগদ্ধাত্রীর এই রূপ হস্তির ন্যায় মত্ত মনকে বশে রাখারই বার্তা দেয়।
রীতি ও ঐতিহ্য মেনে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কয়েকটি জায়গায় ব্যাতিরেকে বেশিরভাগ জায়গাতেই আগামীকাল নবমীর দিনেই একসঙ্গে হবে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো ৷
জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি সোমবার অর্থাৎ আজ। যেখানে পাঁচদিন যাবত পুজো হয়, সেখানে বেশ কিছু জায়গাতেই আজ অষ্টমী পুজো ও অষ্টমী-নবমী সন্ধিক্ষণে হবে সন্ধিপুজো। কখন হবে সেই পুজো? অনেক বারোয়ারি পুজোয় অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় এই পুজো। অনেক। বাড়ির পুজোতেও সন্ধিপুজোর রীতি আছে। যেখানে দেবীকে ১০৮ পদ্ম অর্পণ করা হয় ও ১০৮ প্রদীপ জ্বালানো হয়।
অষ্টমী ও নবমীর পুজোর সময়সূচি
তিথি অনুসারে, সন্ধি পুজো শুরু রাত্রি ২ টো ৪৫ মিনিটে। সন্ধিপুজোয় বলিদানের প্রথা আছে যেখানে, সেখানে তা সেরে ফেলতে হবে ৩ টে ৯ মিনিটে। সন্ধি পুজো শেষ করতে হবে ৩ টে ৩৩ মিনিটে। সন্ধিপুজোর পরই শুরু হয়ে যাবে নবমী তিথি। অতএব মঙ্গলবার ভোর থেকেই দেওয়া যাবে নবমী পুজো।
ক্যালেন্ডার অনুসারে নবমী তিথি ৪ঠা অগ্রহায়ণ, ২১ শে নভেম্বর মঙ্গলবার। বেণীমাধব শীলের পঞ্জিকা মতে, এ দিন সূর্য্যোদয় ৫ টা ৫৮ মি ৪৩ সেকেন্ডে। সূর্য্যাস্ত ৪ টে ৪৭ মিনিটে। এদিনই বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে কুমারী পুজো।
পরদিন ৫ই অঘ্রাণ দশমী।
গোপাষ্টমী উৎসব
অন্যদিকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথিতেই লেক কালীবাড়িতে গোপাষ্টমী পালন হচ্ছে প্রতি বছরের মতোই। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রীকৃৃষ্ণ গো-পালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উৎসব।
আরও পড়ুন :
খাবার খাওয়ার সময় এই ভুলেই ক্রুদ্ধ হন দেবী লক্ষ্মী, ঘরে আসে দারিদ্র
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
