Kartik Purnima 2023: কার্তিক পূর্ণিমায় ঘরে হবে সমৃদ্ধি-বর্ষণ, মা লক্ষ্মীকে তুষ্ট করুন এই উপায়ে
Kartik Purnima 2023 Laxmi Puja : এই তিথিতে গঙ্গাস্নান করলে সারা বছর গঙ্গাস্নানের পুণ্য মেলে। পাপস্খলনের জন্য এই পূর্ণিমায় উপবাসের গুরুত্ব রয়েছে।
কলকাতা : কার্তিক মাসের পূর্ণিমা ( Kartik Purnima 2023 0 কার্তিক পূর্ণিমা। বাংলা ক্যালেন্ডার অনুসারে অঘ্রাণ চললেও, শুক্লপক্ষ শুরু হয়েছে কার্তিকেই । বিশ্বাস এই কার্তিক পূর্ণিমাতেই লীলাখেলায় মেতে উঠেছিলেন রাধা-কৃষ্ণ। একে ত্রিপুরী পূর্ণিমাও বলে। এই দিনটি গঙ্গা স্নান করার জন্য শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস, এই তিথিতে গঙ্গাস্নান করলে সারা বছর গঙ্গাস্নানের পুণ্য মেলে। পাপস্খলনের জন্য এই পূর্ণিমায় উপবাসের গুরুত্ব রয়েছে। এ বছর কার্তিক পূর্ণিমা আজ সোমবার, ২৭ নভেম্বর। এদিন যে যে কাজগুলি করণীয়, তা হল -
- গঙ্গাস্নান নইলে কাছাকাছির নদীতে স্নান। অনেকে মনে করেন, এখন তো বাজারে বোতলবন্দি গঙ্গাজল পাওয়া যায়। তা দিয়েও করা যেতে পারে স্নান।
- ঈশ্বরের উদ্দেশে প্রদীপ জ্বালান। দোরে দিন দীপশিখা।
কার্তিক পূর্ণিমায় ভগবান রাধাকৃষ্ণর তো বটেই, চন্দ্র এবং লক্ষ্মীদেবীর বিশেষভাবে পুজো করা হয়। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কার্তিক পূর্ণিমার দিনটি খুবই বিশেষ।
এই দিনে কিছু রীতি পালন করলে ভাগ্য উজ্জ্বল হতে পারে। সেই সঙ্গে পরিবার থেকে দারিদ্র্যও দূর হয়। লক্ষ্মী দেবীকে খুশি করতে চাইলে কয়েকটি রীতিপালন বেশ গুরুত্বপূর্ণ। যেমন - - তুলসী দিয়ে পুজো : কার্তিক পূর্ণিমার দিন তুলসী পুজো করুন। বিশেষ করে সন্ধেয় তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালান। এতে সব ইচ্ছা পূরণ হয় এবং দারিদ্র্য দূর হয়।
- পিপলের পুজো: কার্তিক পূর্ণিমার দিনে তুলসীর পাশাপাশি পিপল গাছের পুজোরও গুরুত্ব রয়েছে। এই দিনে পিপল গাছের পুজো করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কার্তিক পূর্ণিমার দিন পিপল গাছে জল ও দুধ নিবেদন করুন। এরপর ঘি জ্বালিয়ে পুজো করুন।
- ক্ষীরের নৈবেদ্য: মা লক্ষ্মীদেবী ক্ষীর খুব পছন্দ করেন। ক্ষীর নিবেদন করলে ধনদেবী খুশি হন। কার্তিক পূর্ণিমার দিন, দুধ, চাল এবং জাফরান দিয়ে ক্ষীর তৈরি করুন এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করুন।
কার্তিক পূর্ণিমায় কী কী এড়িয়ে চলবেন :
- বিশেষ কিছু খাবার এড়িয়ে চলতে হবে। যেমন- মাছ, মাংস, পেঁয়াজ, ডিম।
- চুল-নখ কাটা এড়িয়ে চলতে পারলে ভাল
- তর্ক-বিতর্ক এড়িয়ে চললে মা লক্ষ্মী খুশি হন
- জুয়া খেলা এড়িয়ে চলুন
- এদিন গুরু স্থানীয় কাউকে অপমান করা থেকে বিরত থাকতে হবে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।