Janmashtami 2025: আজই পালন করতে পারবেন জন্মাষ্টমী, তিথি পড়ছে একটু পরেই ? 'লাকি' রাশি কোনগুলি?
এবার জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ ১৫ অগাস্ট রাত থেকেই । অষ্টমী তিথি শুরু হচ্ছে ...

জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মোৎসব। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ সেই পূণ্য তিথির স্মরণে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী৷ এর মধ্যেই জন্মাষ্টমী পলক্ষে ভিড় জমেছে কৃষ্ণজন্মভূমি মথুরায় । দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত ভিড় করেন এই পুণ্যভূমিতে৷ তাছা়ড়া সারা দেশেই ঘরে ঘরে মহা ধুমধাম করেই বাড়িতে বাড়িতে গোপালের আরাধনা করা হয়।
এবার জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ ১৫ অগাস্ট রাত থেকেই । অষ্টমী তিথি শুরু আজ রাত ১১টা ৫১ মিনিটে। তবে সেটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মেনে পুজো করেন, তাঁদের জন্য তিথি শুরু, রাত ১টা ১৬ মিনিটে। আগামীকাল শনিবার অষ্টমী তিথি শেষ হচ্ছে, রাত ১০টা ৪৮ মিনিটে। তবে আজ থেকেই পড়ে যাচ্ছে জন্মাষ্টমী তিথি।
অনেকেই জন্মাষ্টমীতে উপোস করেন। কেউ কেউ নিরামিষ খান। কিন্তু যদি জন্মাষ্টমীর উপবাস রাখা সম্ভব না হয়, তাহলেও উপায় আছে। পণ্ডিতদের একাংশের মতে এদিন, কোনও অভাবী ব্যক্তিকে দান ও অন্ন দিলে পুণ্য লাভ হয়। সেই সঙ্গে ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করা উপকারী।
জ্যোতিষশাস্ত্রবিদদের কারও কারও মনে জন্মাষ্টমীতে, বুধ, বৃহস্পতি, সূর্য এবং শনি একটি বিরল সংযোগ তৈরি করছে। এদিন বৃদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং জ্বালামুখী যোগের একটি দুর্দান্ত সংযোগ তৈরি হচ্ছে। এই দুর্দান্ত সংযোগ থেকে ৩টি রাশির জাতকরা উপকৃত হবেন।
বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মাষ্টমীতে তৈরি শুভ যোগগুলি বৃষ রাশির জাতকদের জন্য খুবই লাভ দায়ক হবে। আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। সাফল্য অর্জন করতে পারেন। বিবাহ স্থির হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক লাভ হতে পারে।
মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য আসতে পারে। ব্যবসায়িকরা প্রচুর অর্থ উপার্জন করবেন।
সিংহ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মাষ্টমীর শুভ যোগগুলি সিংহ রাশির জাতকদের জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করছে।প্রেম জীবন ভালো থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।





















