Shiv Puja : সোমবার কী করলে মহাদেব হবেন সন্তুষ্ট? আর্থিক কষ্ট যাবে দূরে ?
শিবপুরাণ অনুসারে, আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন, তা থেকে মুক্তি দিতেপারে মহাদেবের আশীর্বাদ ।
সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষ ভাবে পুজো করার দিন। সপ্তাহের প্রথম কাজের দিন, ভগবান মহাদেবকে পূর্ণ নিষ্ঠা সহকারে পুজো করা হয়। ভক্তরা সোমবার উপবাস করে ন অনেকেই। তবে শুধু উপবাসে কাজ হয়না। শুদ্ধ চিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায়।
মনে করা হয়, ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন। এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেই কী কী করা শুভ সোমবার।
ঋণ থেকে মুক্তিপেতে কী করবেন
শিবপুরাণ অনুসারে, আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘ দিন ধরে আপনার যদি কোনও আর্থিক সমস্যা চলতে থাকে তবে সোমবার শিবলিঙ্গে জলে চাল মিশিয়ে অর্পণ করুন। সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন। সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন। সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল। এতে লক্ষ্মী প্রাপ্তি হয়। এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে। এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন।
আরও পড়ুন :
উদ্বেগের দিন সিংহ রাশির, চাপ বাড়বে মীনের - জেনে নিন জন্ম তারিখ অনুসারে আজকের রাশিফল
জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন
জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয়।
সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ
জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে, মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয়। এর পাশাপাশি সোমবার কাউকে গম দান করলে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা বজায় থাকে। এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)